Kishore Kumar Hits

Happy Pills - Eka Ekela Mon-Lofi şarkı sözleri

Sanatçı: Happy Pills

albüm: Eka Ekela Mon-Lofi


একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
ভাবনা তোমারই ঘিরেছে আমায়
কেন অকারণ
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন

ছায়া পেলে তোমার
ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙেচুরে আমি
বসে আছি দেখো
তুমি আসবে বলে
মুখের আদলে কত কী যে বলে
হারালে এখন
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন

কিছু আশা বাকি
ভালোবাসা বাকি
আরো কত কী যে
ফিরে এসো কাছে
কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে
আশেপাশে চলো, তবুও না বলো
হলো কী এমন?
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
একা একলা মন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar