Happy Pills - Ghawrbaari Lofi şarkı sözleri
Sanatçı:
Happy Pills
albüm: Ghawrbaari Lofi
ভেঙেচুরে যায় আমাদের ঘরবাড়ি
জং ধরে যায় আমাদের তরবারি
যত ভাবি আলগোছে জল খেতে পাবো
জামা ভিজে যায়, আর কত দূর যাবো?
ভেঙেচুরে যায় আমাদের ঘরবাড়ি
জং ধরে যায় আমাদের তরবারি
যত ভাবি আলগোছে জল খেতে পাবো
জামা ভিজে যায়, আর কত দূর যাবো?
যত দূরে যায় আমাদের হাতছানি
তারও দূরে দেখি নাবিকের মস্তানি
দিক ভুল হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না
আমাদের বাড়ি
কোন বাগানের ফুলে আমাদের হাসি
কেন কেঁদে ওঠে মাঝরাতে জলরাশি
পথ ভুল হয়ে যায়, কেন ফেরা যায় না
আমাদের বাড়ি
কার বাড়িঘর অক্ষত
আমায় তুমি নিয়ে চলো
কার মুখে কার কথা ভাবি
আমায় ঘরে নিয়ে চলো
♪
যত ভেসে যাই কবিতার কাছাকাছি
তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি
ভালো লাগা লুকিয়ে রেখেছিলে আড়ালে
ফিরে আসি চুমু খেয়ে তোমার দু'গালে
যত দূরে যাই আমি মানুষের থেকে
একবারও পাওনি আমায় তুমি ডেকে
চোখ জ্বালা করে অদ্ভুত এক ঘুমে
আমি জেগে থাকি
কেন বসে থাকি জানলার মতো খোলা
কেন ঘড়ি ডাকে, আমি ভাবি হরবোলা
কত খোপে ভাগ করা আছি, আমি জানি না
কাকে যেন ডাকি
কার বাড়িঘর অক্ষত
আমায় তুমি নিয়ে চলো
কার মুখে কার কথা ভাবি
আমায় ঘরে নিয়ে চলো
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri