Happy Pills - Mon Boleche Lofi şarkı sözleri
Sanatçı:
Happy Pills
albüm: Mon Boleche Lofi
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো
সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে
ওই সুখী তারায়
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো
♪
রূপকথারা চুপকথারা
প্রেম সাজালে মেঘের মিছিলে
একমুঠো তারা, ভালোবাসারা
মিলে মিশে ভাবে আদর স্বভাবে
সোহাগিনী হাওয়ায়, মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে
ওই সুখী তারায়
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো
রাত পাখিরা, ঘুমপরীরা
ভোরের বাতাসে ফিরে ফিরে আসে
তোর শরীরে, মন গভীরে
ভেজে কুয়াশাতে আলতো ছোঁয়াতে
সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায়
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে অনেকে
ওই সুখী তারায়
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri