Kishore Kumar Hits

Prince Sohan - Din Gelo (2021 Remaster) şarkı sözleri

Sanatçı: Prince Sohan

albüm: Din Gelo (2021 Remaster)



দিন গেল তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও... ও... ও...
দিন গেল তোমার পথ চাহিয়া
♪♪

যার লাগি তরী বেয়ে যায়
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই অচেনা সুরে
বুঝি না কেবা আপন কে বা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও... যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও... ও... ও...
দিন গেল তোমার পথ চাহিয়া


যারে ভাবি প্রতি রাতে
কার ইশারাতে
তোমারে খুঁজে যাই স্বপনে
আশার পথ চেয়ে রই প্রতিটি প্রহর
কখনো বা শ্রাবণ আনমনে
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও... যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও... ও... ও...
দিন গেল তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও... ও... ও...
দিন গেল তোমার পথ চাহিয়া

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar