Kishore Kumar Hits

Fossils - Tritiyo Biswa şarkı sözleri

Sanatçı: Fossils

albüm: Fossils, Vol. 2


I wanna make you mine
Let your body shine
I wanna make you mine
Pour you in wine
Let your body shine
Flow my love insane
The wind is blowing fine
You're my lifeline
You're my love divine
I'm in love again
তোমায় নীল তোমায় লাল
তোমায় সবুজ দেব আমি
ছোঁব কালো বাসবো ভাল'
হ'য়ে অবুঝ বিপথগামী
তোমায় দিন তোমায় রাত
তোমায় আমি সকাল দেব
তোমার রক্ত তোমার কান্না
তোমার ঘামও মেখে নেব
এত ক্লান্ত যে ঘুমোতে পারি না
গোপন যন্ত্রণা সইতে পারি না
এত দায়িত্ব আর বইতে পারি না
ক্যানো নিভৃতে লুকোতে পারি না
I wanna steal your body
Kill your daddy
তোমার থাকা তোমার খাওয়া
নগদ টাকা দেবো মাসে
চারটে দেয়াল একটা দরজা
একটা হৃদয়ও surplus-এ
মৃত শহরের যত' খুশি রাস্তার
ধূসরতা ধুয়ে দেবো
শুধু অযোগ্যদের স্বপ্ন
থেকে তুমি কেড়ে নেব
এত ক্লান্ত যে ঘুমোতে পারি না
গোপন যন্ত্রণা সইতে পারি না
এত দায়িত্ব আর বইতে পারি না
ক্যানো নিভৃতে লুকোতে পারি না
ও আমার প্রথম, আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব
হৃদয়ে নিঃস্ব প্রেমে অদৃশ্য হ'তে চাই চাই চাই
ও আমার প্রথম, আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব
তোমার সমাজের মাফিয়ারাজে অস্পৃশ্য হতে চাই চাই চাই
মৃত শহরের যত' খুশি রাস্তার
ধূসরতা ধুয়ে দেবো
শুধু অযোগ্যদের যুদ্ধ
থেকে ভূমি কেড়ে নেব
ভুলবশত পেরোলাম বিপদ সীমানা
ভীতু প্রেমিকা তুমি আমার জীবনবিমা না
আজ হারিয়ে ফের ভিনগ্রহীদের ঠিকানা
পিচকারিতে রাঙাচ্ছি বিছানা
ও আমার প্রথম, আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব
হৃদয়ে নিঃস্ব, প্রেমে অদৃশ্য হ'তে চাই চাই চাই
ও আমার প্রথম, আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব
তোমার সমাজের মাফিয়ারাজে অস্পৃশ্য হতে চাই চাই চাই
ও আমার প্রথম, আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব
যুদ্ধে নিঃস্ব প্রেমে অদৃশ্য হ'তে চাই
ও আমার প্রথম, আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব
তোমার সমাজের মাফিয়ারাজে অস্পৃশ্য হতে চাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar