Kishore Kumar Hits

Fossils - Eka Naow şarkı sözleri

Sanatçı: Fossils

albüm: Mission - F


তোমার একা থাকা, থাকা নির্বাসনে
নির্যাতিত তুমি, বন্দি দেহে মনে
সঙ্গী কান্না তোমার শীতল ঘরের কোণে
Positive অঙ্গীকার তবু উচ্চারণে
কোন দোষে হয় না বিচার, তবু যাবজ্জীবন
কোন দোষে সহানুভূতির নামে শুধু প্রহসন
শরীরের ভাগ শরীর ভোগে, তারও বেশি ভোগে মন
কোন ভয়ে HIV'র নিষিদ্ধ উচ্চারণ
অসুখকে সামাজিক অভিশাপ বানিয়ে কী সুখ বলো?
সমাজই শেষ হবে এমনভাবে যদিও উল্টো চলো
জেনে নাও, বুঝে নাও, বাঁচতে দাও, আরও বাঁচো নিজে
ভালোবাসো, কাছে এসো, প্রাণ খুলে হাসো, হৃদয় উঠুক ভিজে

লক্ষ লক্ষ টাকা খরচ বিজ্ঞাপনে
জরুরি কথা থেকে যায় গোপনে
মুখে মুখে ছড়ায় যত মিথ্যে গুজব
তা ধ্বংস করে তোমার অর্জিত সব
শূলে চড়ায় নাকি চুমু খেলে
বাবা-মা'র এজদাই ছেলে-মেয়েও জেলে
যত অহেতুক ভয় পায় অশুভ জয়
কী ক্ষতিপূরণ দেবে সমাজ, জীবন হলো অপচয়
অসুখকে পৃথিবীর অভিশাপ বানিয়ে কী সুখ বলো?
পৃথিবীই ছবি হবে এমনভাবে যদিও উল্টো চলো
জেনে নাও, বুঝে নাও, বাঁচতে দাও, আর বাঁচো নিজে
ভালোবাসো, কাছে এসো, প্রাণ খুলে হাসো, হৃদয় উঠুক ভিজে

কোন দোষে হয় না বিচার তবু যাবজ্জীবন
কোন দোষে সহানুভূতির নামে শুধু প্রহসন
শরীরের ভাগ শরীর ভোগে, তারও বেশি ভোগে মন
কোন ভয়ে HIV'র নিষিদ্ধ হয় উচ্চারণ
একা নও, একা নও, একা নও, আমরা আছি সাথে
ভোলো ভয়, হবে জয়, তোমার হাত এখন ধরা আমার হাতে
পৃথিবীর সঙ্গী আমরা, একসাথে করবো জীবনযুদ্ধে লড়াই
মৃত্যু একবার, হবে না বারবার, ততদিন chance এই আমরা বাঁচবো সবাই
একা নও, একা নও, একা নও, আমরা আছি সাথে
ভোলো ভয়, হবে জয়, তোমার হাত আঙুল ধরা আমার হাতে
পৃথিবীর সঙ্গী আমরা, একসাথে করবো জীবনযুদ্ধে লড়াই
মৃত্যু একবার, হবে না বারবার, ততদিন chance-এই আমরা বাঁচবো সবাই
একা নও, একা নও, একা নও, আমরা আছি সাথে
ভোলো ভয়, হবে জয়, তোমার হাত এখন ধরা আমার হাতে
পৃথিবীর সঙ্গী আমরা, একসাথে করবো জীবনযুদ্ধে লড়াই
মৃত্যু একবার, হবে না বারবার, ততদিন chance এই আমরা বাঁচবো সবাই
একা নও, একা নও, একা নও, আমরা আছি সাথে
ভোলো ভয়, হবে জয়, তোমার হাত এখন ধরা আমার হাতে
পৃথিবীর সঙ্গী আমরা, একসাথে করবো জীবনযুদ্ধে লড়াই
মৃত্যু একবার, হবে না বারবার, ততদিন chance এই, আমরা বাঁচবো সবাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar