Kishore Kumar Hits

Fossils - Bandhu He şarkı sözleri

Sanatçı: Fossils

albüm: Mission - F


ধর্মতলার আগা বাঁশতলা
ভরদুপুরে অস্থির ব্যস্ততা
ঠেলা মেরে ভিড় সরিয়ে
নির্বোধ শিশু মুখ বাড়িয়ে
খুঁজে ফেরে শুধু তোমাকে
ক্ষুদে চোখের স্বপ্ন ডাকে
ধোঁয়া ভাসে, সূর্য কাশে
ফিরতে সে চায় শুধু তোমার পাশে
বন্ধু হে
বন্ধু হে, কোন সুখে
খুঁজেছি তোমারই দু'চোখে
ক্রান্তিকে, শান্তিকে

কতো ঝলমলে jewelry
ঠাস বুনোট এই সিন্দুকে
কতো ঝলমলে jewelry
ঠাস বুনোট এই সিন্দুকে
রেখেছি গোপন footnote-এ
প্রেমের এই গানটিকে

আঁধার প্রাতে সেই বিকৃত মৃতের
চিৎকৃত স্বর কতবার শুনেছিল
সে ঘুমে, আধঘুমে
অজ্ঞানে, সজ্ঞানে
আঁধার প্রাতে সেই বিকৃত মৃতের

ব্যর্থ আশ্বাস সব নাগপাশের
ভাঙছে প্রাসাদ আজ সব তাসের
আজকে ছুটি তোর অংক class-এর
বন্ধু হে
বন্ধু হে, কোন সুখে
খুঁজেছি তোমারই দু'চোখে
ক্রান্তিকে, শান্তিকে
বন্ধু হে
বন্ধু হে, কোন সুখে
খুঁজেছি তোমারই দু'চোখে
ক্রান্তিকে, শান্তিকে
শান্তির শেষ প্রহরে
বন্ধ ঘরের হিম কোঠরে
রয়েছি বন্দি তোমার জন্যে
খুঁজে তোমায় চার কোণে
কতো random গোলাগুলি
চলে উদ্দাম বন্দুকে
কতো random গোলাগুলি
চলে উদ্দাম বন্দুকে
নেমেছি প্রেমের প্রান্তিকে
শান্তিতে প্রাণ দিতে
এ অযত্নে আহত হৃদয়টা তোর
শিখেছি জাদু বদলে দেওয়ার
ক্লান্ত তোর স্বর, শ্রান্ত তোর স্বর
নিজেরই চাওয়ার সকল পাহাড়
বন্ধু হে
বন্ধু হে, কোন সুখে
খুঁজেছি তোমারই দু'চোখে
ক্রান্তিকে, শান্তিকে
বন্ধু হে
বন্ধু হে, কোন সুখে
খুঁজেছি তোমারই দু'চোখে
ক্রান্তিকে, শান্তিকে
বন্ধু হে
বন্ধু হে, কোন সুখে
খুঁজেছি তোমারই দু'চোখে
ক্রান্তিকে, শান্তিকে
বন্ধু হে
বন্ধু হে, কোন সুখে
খুঁজেছি তোমারই দু'চোখে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar