তোমায় ভালবাসব ব'লে দেখতে চাইনা আর তোমায় তুমি বয়ে যেতে পারো বেছে নেওয়া নর্দমায় শান্ত করতে চাইনা কান্না কোনও মিথ্যে সান্ত্বনায় ছিন্ন ভিন্ন হতে পারো আমার এ মানববোমায় উল্টো স্রোতে ভাসতে হ'লে গতিবেগ বাড়ে কান্নার কাউকে ভালবাসতে হ'লে তুমি গান গেও আমার সাঁতরে পাড় খোঁজো সাগরের যদি বেঁচে থাকতে চাও কাউকে ভালবাসতে হ'লে তোমার হাতটা ধুয়ে নাও পাঠিও না আর শুভেচ্ছা না দেখা কোরো না কোন ভরসাতে তোমায় বলব আত্মহত্যা কোরো না আজকে বৃষ্টি হচ্ছে আবার ঠিক সেই রাতেরই মতোই তোমার স্বেচ্ছামৃত্যুর ইচ্ছেয় আমি দিচ্ছি করে সই উল্টো স্রোতে ভাসতে হ'লে গতিবেগ বাড়ে কান্নার কাউকে ভালবাসতে হ'লে তুমি গান গেও আমার সাঁতরে পাড় খোঁজো সাগরের যদি বেঁচে থাকতে চাও কাউকে ভালবাসতে হ'লে রক্তের দাগটা ধুয়ে নাও