আমার মৃত্যুতে পুরনো পাজামায় অলৌকিক কোনো শোকের দাগ আমার মৃত্যুতে কাদের জানি না আহা ব্যথায় ভারী হলো চারটি কাঁধ আমার মৃত্যুতে পুলিশি যাতায়াত শোক না জুড়োতেই তদন্তের আমার মৃত্যুতে কাঁচের জন্তুরা Showcase ভেঙে এসে বৃন্দগান ♪ Cycle সুদ্ধু বাসে উঠতে চায় এক উন্মাদ Cycle সুদ্ধু বাসে উঠতে চায় এক উন্মাদ Mental asylum-এর খোলা জানলায় এসে পড়ে বিকেলের রোদ Cycle সুদ্ধু বাসে উঠতে চায় এক উন্মাদ Mental asylum-এর খোলা জানলায় এসে পড়ে বিকেলের রোদ Mental asylum-এর খোলা জানলায় এসে পড়ে বিকেলের রোদ ♪ তুমি যা দিতে পারো নেব না তা এ আমার ভোট নষ্টের স্বাধীনতা রেখে দে এঁটো রুটি, ঢেকে দে দু' কান কামড়াব না, যে যতোটাই কালো ফুঁপি-কান্না পেয়ে রোদে লেগে আগুন নয় সময়ের অপচয় ধরো অস্ত্র, করো গোল কিছু যায় আসে না তার, ওরা পীর-ফকির খোলো আঁখিলতা নেই আছেন নবীজির আমার আমার মৃত্যুতে পুরনো পাজামায় অলৌকিক কোনো শোকের দাগ আমার মৃত্যুতে কাদের জানি না আহা ব্যথায় ভারী হলো চারটি কাঁধ আমার মৃত্যুতে পুলিশি যাতায়াত শোক না জুড়োতেই তদন্তের আমার মৃত্যুতে কাঁচের জন্তুরা Showcase ভেঙে এসে বৃন্দগান Cycle সুদ্ধু বাসে উঠতে চায় এক উন্মাদ Cycle সুদ্ধু বাসে উঠতে চায় এক উন্মাদ Mental asylum-এর খোলা জানলায় এসে পড়ে বিকেলের রোদ Cycle সুদ্ধু বাসে উঠতে চায় এক উন্মাদ Mental asylum-এর খোলা জানলায় এসে পড়ে বিকেলের রোদ Mental asylum-এর খোলা জানলায় এসে পড়ে বিকেলের রোদ Mental asylum-এর খোলা জানলায় এসে পড়ে বিকেলের রোদ Run Run