যখন কালো চুলের ভিড়ে সাদা যৌবনকে অন্তর্বাসে বাঁধা যাচ্ছে না কিছুতেই মাখছি আরও নিচুতে কাদা, কাদা যখন কালো চুলের ভিড়ে সাদা যৌবনকে অন্তর্বাসে বাঁধা যাচ্ছে না কিছুতেই মাখছি আরও নিচুতে কাদা, কাদা যখন সুখী শহর ঘুমে কাদা আমার একলা বিছানাতে কাঁদা থামছে না কিছুতেই চাইছি যে কী ছুঁতে, হাত বাঁধা থাকতো যদি cycle একটা Aeroplane-এর মতো উড়তে পারতাম Oneway-'র যত onetrack জানালায় Runway-'র ধুলো আমি ছুঁড়তে পারতাম স্থায়ী কোনো আস্তাবল পেলে পংখিরাজ ধরে পুষতে পারতাম তোমার নরম শরীরী বিছানা পেতে রোজ রাত্রেই আমি যুদ্ধে হারতাম শুধু একটু মনের জোর ভেঙে দিতো হাড়গোড় enemy-'র, ইয়ে থাকলে হাতে হাত তোর হয়ে kneel-down হাতজোড় শত্রুশিবির ♪ যখন তোমার চোখেই আমার বাসা হতে পারতো প্রেমের গল্প খাসা তবু ভিজে বারুদে আর ঘুমের ওষুধে কোণঠাসা বুঝবে কে ভালবাসার ভাষা হতাশা, দুর্দশা না তামাশা তিনদিন বাস স্বর্গতে তার পর ঢোকে গর্ততে উচ্চাশা থাকতো যদি নারকেল একটা মরুভূমিতেই আমি breakfast সারতাম দরকার হতো একটা হাতুরি শুধু দেখতে যে পারি না তা কালকেই পারতাম Aristotle আর platonic ঘেঁটে যুক্তির দেশে আমি general সাদ্দাম বাদামি ঠোঁটের পেয়ালা চুমুক দিয়ে দূর করতাম বন্ধ্যাত্বের দুর্নাম ♪ থাকতো যদি cycle একটা Aeroplane-এর মতো উড়তে পারতাম Oneway-'র যত onetrack জানালায় Runway-'র ধুলো আমি ছুঁড়তে পারতাম স্থায়ী কোনো আস্তাবল পেলে পংখিরাজ ধরে পুষতে পারতাম তোমার নরম শরীরী বিছানা পেতে রোজ রাত্রেই আমি যুদ্ধে (হারতাম) শুধু একটু মনের জোর ভেঙে দিতো হাড়গোড় পৃথিবীর, ইয়ে থাকলে হাতে হাত তোর হয়ে kneel-down হাতজোড় শত্রুশিবির