এ, ডাকতে তোমাকে পিছু কতবার মাথা নিচু ♪ এ, ভুলে এসে কত প্রলোভন, ভুলে কত কিছু ♪ উ, ডাকতে তোমাকে পিছু কতবার মাথা নিচু ভুলে এসে কত প্রলোভন, ভুলে কত কিছু ফিরতে তোমাকে হবে, আমি জানি, জানো তুমি আজও মনে আছে শেষবার ফিরে তাকানো তুমি ওহো হো, হো ও ও ও (এ এ এ, ও ও ও) হো, ও ও ও, ফিরে এসো ওহো হো, হো ও ও ও (এ এ) হো, ও ও ও, হে, বাড়ি এসো ♪ জানি traffic-এর সঙ্কটে, যানজটে, দিনকাটে ঝঞ্ঝাটে পরাধীন এই যাতায়াতে উৎপাতে পথঘাটে চোরা আঘাতে জানি ক্ষুধার্ত sex আর অবসাদের জঙ্গলে ফেঁসে আছো নিরাপদ মোড়কের এই শ্বাপদ দেশে ♪ কতদিন শুধু স্বপ্নের cinema-তে ফিরে পাওয়া তোমায় তোমার আদর কতদিন ফাটাফাটি সাদা পরিপাটি বিছানা ডাকে তোমায় নিভাঁজ চাদর কতদিন ছোঁয়া পাইনি তোমার ঠোঁটের কতদিন ধরে হয়েছি পাথর চুপিসারে এসো অভিসারে, দ্যাখো ঘুমোচ্ছে শহর ♪ হেই হেই এত দেরি কোরো না কাছে আসায় এত দেরি কোরো না ভালোবাসায় এত দেরি কোরো না বাড়ি ফেরায়, ফেরায় দ্যাখো পথে, পথে পড়ে আছে, আছে কত গান, হো ♪ ওহো হো, হো ও ও ও ও ও ও, ফিরে এসো ওও হো ও ও ও (এ এ) হো ও ও ও (এ এ) হো ও ও ও (হে হে হে) বাড়ি এসো (বাড়ি এসো)