এখন দৃষ্টি অবরুদ্ধ নয়
এখন ঠাণ্ডা মহাযুদ্ধ নয়
এখন দৃষ্টি অবরুদ্ধ নয়
এখন ঠাণ্ডা মহাযুদ্ধ নয়
বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি
শেকলে বেঁধে মহাকাশ
বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি
শেকলে বেঁধে মহাকাশ
♪
এখন আমার গতিবেগ ঝড়ের
দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের
বকেয়া যত struggle চুকিয়ে
এ আমার আহ্লাদী তামাদি অবকাশ
শেকলে বেঁধেছি মহাকাশ
♪
আজ দায়ভারহীন হালকা মন
অকালকুষ্মান্ড দিনযাপন
আজ দায়ভারহীন হালকা মন
অকালকুষ্মান্ড দিনযাপন
আজ ছাতার মাথা মাথামুণ্ডুহীন
প্রকল্পের খোঁজ
এ project ভুল projection-এ
দূরবীন বনাম অণুবীক্ষণে
এ উপন্যাসে রোজ গুঁজে গোঁজামিল
শুন্যতার overdose
তোমাকে নিয়ে যেতে পারি
যদি হও আলোর সওয়ারী
যদি খোঁজো নতুন বাড়ি আসমানে
আমি বোঝাতে পারি আজ্গুবির মানে
চাইলেই তুই আমার সঙ্গে যাবি
শুধু একটাই অলিখিত দাবি
রেখো মহাকাশের চাবি গোপনে
চলো আমার সঙ্গে আমার free-zone এ
♪
এখন আমার গতিবেগ ঝড়ের
দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের
এখন আমার গতিবেগ ঝড়ের
দুঃস্বপ্ন ভেঙে দিয়েছি নির্ঝরের
বকেয়া যত struggle চুকিয়ে
এ আমার আহ্লাদী তামাদি অবকাশ
তাই
বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি আমি
শেকলে বেঁধে মহাকাশ
শেকলে বেঁধে মহাকাশ
শেকলে বেঁধেছি মহাকাশ
শেকলে বেঁধে মহাকাশ
(শেকলে বেঁধে মহাকাশ)
(শেকলে বেঁধে মহাকাশ)
(শেকলে বেঁধে মহাকাশ)
(শেকলে বেঁধে মহাকাশ)
♪
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
(শেকলে)
(শেকলে বেঁধে)
(শেকলে)
(শেকলে বেঁধে)
(শেকলে বেঁধে)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri