Kishore Kumar Hits

Fossils - Haajar Bichhana şarkı sözleri

Sanatçı: Fossils

albüm: Fossils 4


এক হাত থেকে অন্য হাতে
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা খুঁজে বেড়াও
কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও

এক হাত থেকে অন্য হাতে
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা খুঁজে বেড়াও
কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী, তুমি কি সেটাই চাও?
একদিন শেষ হয়ে যাবে সব
শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব কাল হবে
সেই ফেলে আসা ফিরে আসার পথ
আর ছুড়ে ফেলা কোনও শপথ
অনুশোচনার আঁচে জেগে রাত সকাল হবে
রঙ পাল্টে নেবে গিরগিটি
বিপ্লব শুধু vanity
পাইকারি এই কারবারে বারেবারে
ও, দাঁড়িয়ে আছে Gipsy caravan
যাবো as soon as I can
বৃথা উদ্ভিদ ঘর বাড়িতে রাত বাড়ে
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী, তুমি কি সেটাই চাও?

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)
একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar