Fossils - Bnaador şarkı sözleri
Sanatçı:
Fossils
albüm: Fossils 4
বলতে চাই, না, বলতে চাই না আসলে
ভাবতে চাই না 'কী হ'ত কী হ'লে'
খেলতে চাই না, ছাড়তে চাইছি এ খেলা
বাঁদরে মেরেছে ঢ্যালা
ওরে বাবারে!
Below the belt but oh so natural blame-এ
কিস্কিন্ধা policy-র পড়েছি প্রেমে
Sensitive ত্বক, নরম মনের ঝামেলা
সজোরে খেয়েছি ঠ্যালা
লাল বাঁদর, নীল বাঁদর
বল না, ভাড়া কতো তোর
তোর ঠমকে চমকে
লাগে কোমরের জোর
জানি রোজই লাগে টান
কে টেপে রোমশ কটি
কোন কোঠিতে নাচে তোর
মকান কাপড়া আর রোটি
উঁকি মেরে দেখুন গো
Key hole-এ কী হোতা হ্যায়
কার ডুগডুগিতে নেচে
কার পাপোশে সোতা হ্যায়
মর্কট নিজের মর্জিতে
নাকি বড়ো বাঁদর has
ঠিক কার উস্কানিতে তোর
এই এত্তা বড়া ল্যাজ
ভুল পরিসংখ্যানের
নেই ঐতিহাসিক দায়
Myth উল্লাসে হাসে
তাই মিথ্যে জিতে যায়
মুখ ভ্যাংচাবার সুযােগ
তাই যুগে যুগে তাের
নীতিহীনের আদরেই
তুই হয়েছিস বাঁদর
উফ কী জ্বালা, হায় রে কালা যাচ্ছলে
পরদ্রব্য খামচিও না, না বলে
সহবতের সুধা বৃথাই অপাত্রে ঢালা
বাঁদরে ছিঁড়েছে কলা
বাঁদর, নাচতে কতো নিস
Payment cash-এ না cheque-এ
বাঁদর, কার জন্য নাচিস
সুপারি নিস কী দেখে
বাঁদর, pay করবো কাকে
তােকে, না তাের দালালকে
বাচাল বাঁদরামিকে দেয়
Bureaucratic সামাল যে
জাতচোর, লাথখাের
বান্দ্রলাল, বান্দ্রনীল
Rock 'n' roll, Jack 'n' Jill
রন্ধ্র কতটা পিচ্ছিল
কোন খাপে ঢ্যামন size
কোন পাপের কেমন price
কেমন লাগছে limelight
Dear monkey worldy wise
বল বাঁদর, কত যাচ্ছে বাজারদর
শিথিল থলথলে শরীর
স্ফীত ঘুষখেকো উদর
জল্লাদের কী আহ্লাদে
বাজার চোষে তাের ওটি
চুষে ছিবড়ে করে দেয়
সম্মান, কাপড়া ও রোটি
উঁকি মেরে দেখুন গো
Key hole-এ কী হোতা হ্যায়
কার ডুগডুগিতে নেচে
কার পাপোশে সোতা হ্যায়
মর্কট নিজের মর্জিতে
নাকি বড় বাঁদর has
ঠিক কোন চুলকানিতে তোর
এই এত্তা বড়া ল্যাজ
এত্তা বড়া ল্যাজ
লাল বাঁদর, বাঁদর নীল
বান্দ্রলাল, বান্দ্রনীল
Rock 'n' roll, Jack 'n' Jill
রন্ধ্র কতটা পিচ্ছিল
বাল বাঁদর, বাঁদর নীল
বান্দ্রবাল, বান্দ্রনীল
Rock 'n' roll, Jack 'n' Jill
রন্ধ্র কতটা পিচ্ছিল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri