যদি বলি এখনই, "চাই তোকে," আয় চলে ফিরে যেতে দেবো না ফেরার সময় হলেও ♪ যদি বলি এখনই, "চাই তোকে," আয় চলে ফিরে যেতে দেবো না ফেরার সময় হলেও খসে যায়, গুনি আয় তারা, তোকে সঙ্গে নিয়ে তুলো মেঘ আবেগের পাড়া যাক না ভিজিয়ে আয় ভিজবো আয়, ভিজে হবো আয়না সারা গায়ে আলো ঝলমল জলে মিশেছে দেখ আরো কত বায়না খালি পায়ে ঘুরে আসি চল ♪ গুটিগুটি করে আদরে ছুটি ছবি এই সুতানুটি ধরে হেঁটে যায় ফুরফুরে বেলা-অবেলা জুড়ে কবি সেই ভবঘুরে খেলা শুরু, আয় আয় ভিজবো আয়, ভিজে হবো আয়না সারা গায়ে আলো ঝলমল জলে মিশেছে দেখ আরো কত বায়না খালি পায়ে ঘুরে আসি চল আয় ভিজবো আয়, ভিজে হবো আয়না সারা গায়ে আলো ঝলমল জলে মিশেছে দেখ আরো কত বায়না খালি পায়ে ঘুরে আসি চল ♪ জলে মিশেছে দেখ আরো কত বায়না খালি পায়ে ঘুরে আসি চল