Kishore Kumar Hits

Somlata - Hentechhi Brishtite şarkı sözleri

Sanatçı: Somlata

albüm: Hentechhi Brishtite


এঁকেছে বৃষ্টিতে পড়ন্ত নীল বিকেল
শুনেছে কুচকাওয়াজ মেঘমল্লার সুরে
রয়েছে সাবধানে বালিশে ঘুম জমে
বয়েছে লাল নদী ধমনিজুড়ে
লেগেছে একটু চোট চেনা আলিঙ্গনে
ভিজেছে একটা ঠোঁট সামান্য চুম্বনে
আমি হেঁটেছি, ভিজেছি, খুঁজেছি, এঁকেছি বৃষ্টিতে
সাবধানে, ঘুম জমে, আলিঙ্গনে, চুম্বনে রয়েছি
আমি হেঁটেছি

চুপিসারে এসেছিল গিটারে
আজও লেগে আঙুল সে ছ'টা তারে

চুপিসারে এসেছিল গিটারে
আজও লেগে আঙুল সে ছ'টা তারে
চশমাগুলো চোখ পুড়োলো সস্তা রোদ্দুরে
অল্প ঋণে রাখবো কিনে স্বপ্ন মনজুড়ে
আমি হেঁটেছি, ভিজেছি, খুঁজেছি, এঁকেছি বৃষ্টিতে
সাবধানে, ঘুম জমে, আলিঙ্গনে, চুম্বনে রয়েছি
আমি হেঁটেছি

Safety pin-এ অথবা রক্ত-জিনে
হাততালিরা জমেছে জন্মদিনে

Safety pin-এ অথবা রক্ত-জিনে
হাততালিরা জমেছে জন্মদিনে
শব্দকবি জব্দ হবি মোমবাতি পুড়ে
বাষ্প হয়ে আসবো বয়ে তোর চোখে ফিরে

আমি হেঁটেছি, ভিজেছি, খুঁজেছি, এঁকেছি বৃষ্টিতে
সাবধানে, ঘুম জমে, আলিঙ্গনে, চুম্বনে রয়েছি
আমি হেঁটেছি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar