কোন বাঁশরি গভীর রাতে দিলো ফুঁক বাঁশিতে কোন বাঁশরি গভীর রাতে দিলো ফুঁক বাঁশিতে আমার চক্ষু থেকে ঘুম কাড়িলো পিরিতি নামেরই বাণ মারিলো মরেছি মরণে তাহারই কারণে রে, হায় ♪ কোন বাঁশরি গভীর রাতে দিলো ফুঁক বাঁশিতে আমার চক্ষু থেকে ঘুম কাড়িলো পিরিতি নামেরই বাণ মারিলো মরেছি মরণে তাহারই কারণে রে ♪ দেহের খাঁচায় অন্তর পাখি ছটর-ফটর ছটর-ফটর করে ও, দেহের খাঁচায় অন্তর পাখি ছটর-ফটর ছটর-ফটর করে একা একাই কেমনে দেখাই প্রেমের জ্বালায় মরে আমার এক যৌবন হায় হায় রে হয় গত যেন চৈত্র মাসেরই খরার মতো পারি না একাকী পারি না থাকিতে রে, হায় ♪ কোন বাঁশরি গভীর রাতে দিলো ফুঁক বাঁশিতে ♪ কালো কেশে ফুল দেবে সে অনেক সোহাগ দেবে কালো কেশে ফুল দেবে সে অনেক সোহাগ দেবে রাতের শেষে সকাল আসে বন্ধুর কথা ভেবে ও, তার সবই ছিল কি গো হায় ধোঁকা মনেরই ঘরে দেয় না তো সে টোকা সে যদি গোপনে আমারে ডাকিতো রে, হায় ♪ কোন বাঁশরি গভীর রাতে দিলো ফুঁক বাঁশিতে কোন বাঁশরি গভীর রাতে দিলো ফুঁক বাঁশিতে আমার চক্ষু থেকে ঘুম কাড়িলো পিরিতি নামেরই বাণ মারিলো মরেছি মরণে তাহারই কারণে রে, হায় ♪ কোন বাঁশরি গভীর রাতে দিলো ফুঁক বাঁশিতে কোন বাঁশরি গভীর রাতে দিলো ফুঁক বাঁশিতে, হায়