মনের জোরে চলছে রে দেহ দেহের ভেতর মন সেই মনে আজ লাগছে ভালো রূপ মণি কাঞ্চন সে তো আসে যায়, সে তো আসে যায় যার জন্যে চান্দে চান্দে এতো চন্দ্র গ্রহণ... হো... মনের জোরে চলছে রে দেহ দেহের ভেতর মন সেই মনে আজ লাগছে ভালো রূপ মণি কাঞ্চন সে তো আসে যায়, সে তো আসে যায় যার জন্যে চান্দে চান্দে এতো চন্দ্র গ্রহণ... হো... কাঁচা বাঁশের... কাঁচা বাঁশের খাঁচার ভেতর পঞ্চরসের মিল চৌদরজায় মায়ায় ক্ষরণ এক দরজায় খিল রে, এক দরজায় খিল সেই দরজা... সেই দরজা যাবে খুলে, মিললে দর্শন সে তো আসে যায়, সে তো আসে যায় যার জন্যে চান্দে চান্দে এতো চন্দ্র গ্রহণ... হো... উজানে উজান হায়... উজানে উজান ভাঙে, উজায় স্রোত ধারা সেই না ধারায় বন্ধুর চলন দেহ পাগল পারা রে, দেহ পাগল পারা দেহের ভিতর... দেহের ভিতর দেহের বহর খুজে আপনজন সে তো আসে যায়, সে তো আসে যায় যার জন্যে চান্দে চান্দে এতো চন্দ্র গ্রহণ... হো... মনের জোরে চলছে রে দেহ দেহের ভেতর মন সেই মনে আজ লাগছে ভালো রূপ মণি কাঞ্চন সে তো আসে যায়, সে তো আসে যায় যার জন্যে চান্দে চান্দে এতো চন্দ্র গ্রহণ... হো...