S I Tutul - Tumare Dekhilo şarkı sözleri
Sanatçı:
S I Tutul
albüm: Chandragrohon (Original Motion Picture Soundtrack)
তোমারে দেখিলো পরাণ ভরিয়া
আসমান, জমিন, দরিয়া
♪
তোমারে দেখিলো পরাণ ভরিয়া
আসমান, জমিন, দরিয়া
চলিতে চলিতে থামিও
দেখিবো তোমারে আমিও
ও, রূপে দিলা তুমি পাগল করিয়া
♪
ও, কাজলটা মাখিতে
ডাগর আঁখিতে
নজর পড়িলে কি হবে
ও, প্রেমেতে পড়িবে
মরণে মরিবে
দেখিও তুমি তবু নীরবে
চোখের পলকে-পলকে
রূপের ঝলকে-ঝলকে
আমি যে ডুবে রই
সেই প্রেমে পড়িয়া
ও, রূপে দিলা তুমি পাগল করিয়া
♪
ও মায়া হাসিরে কি ভালোবাসি রে
এমন করিয়া হাসিও
ও, নিকটে থাকিও
দেখিয়া রাখিও
এভাবে তুমি ভালোবাসিও
যাবে রে যে পথে, যাবে রে (লা লা লা)
পাবে রে দেখিতে, পাবে রে
তোমারে দেখে সব ফুল গেছে ঝরিয়া
ও, রূপে দিলা তুমি পাগল করিয়া
তোমারে দেখিলো পরাণ ভরিয়া
আসমান, জমিন, দরিয়া
♪
তোমারে দেখিলো পরাণ ভরিয়া (লা লা লা)
আসমান, জমিন, দরিয়া
চলিতে চলিতে থামিও (লা লা লা)
দেখিবো তোমারে আমিও
ও, রূপে দিলা তুমি পাগল করিয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri