তালাশ, তালাশ আজ খুঁজবোই, তালাশ ♪ তালাশ করি মনের মাঝে, তালাশ করি বাহিরে আমি তালাশ করি মনের মাঝে, তালাশ করি বাহিরে দিবানিশি তার দহনে পুড়ি মনের আগুনে ও সে নাই, নাই, নাই, সে তো কোথাও নাই রে তারে খুঁজে বলো কোথায় পাই রে ও সে নাই, নাই, নাই, সে তো কোথাও নাই রে তারে খুঁজে বলো কোথায় পাই রে তালাশ ♪ বিনে সুতোয় বাঁধা সে যে বাঁধন সেধে সেধেও সে তো হয় না সাধন বিনি সুতোয় বাঁধা সে যে বাঁধন সেধে সেধেও সে তো হয় না সাধন পথে ঘাটে মাঠে তারই কথা আমি জনে জনে শুধাই রে ও সে নাই, নাই, নাই, সে তো কোথাও নাই রে তারে খুঁজে বলো কোথায় পাই রে ♪ তালাশ, তালাশ আড়াল হয়ে আছে কোন আঁধারে ডাকি আমি তবু পাই না ফিরে আড়াল হয়ে আছে কোন আঁধারে ডাকি আমি তবু পাই না ফিরে কী মায়াজালে ফাঁদলো আমায় সে জ্বলে আগুন অন্তরে ও সে নাই, নাই, নাই, সে তো কোথাও নাই রে তারে খুঁজে বলো কোথায় পাই রে নাই, নাই, নাই, সে তো কোথাও নাই রে তারে খুঁজে বলো কোথায় পাই রে তালাশ করি মনের মাঝে, তালাশ করি বাহিরে