Kishore Kumar Hits

S I Tutul - Chole Jete Chaile şarkı sözleri

Sanatçı: S I Tutul

albüm: Aar Koto Kadabe


চলে যেতে চাইলে কি চলে যাওয়া যায়?
ভুলে যেতে চাইলে কি ভুলে যাওয়া যায়?
যে মায়ায় জড়ালে আমাকে তুমি
সে বাঁধন সহজে কি ছিঁড়ে ফেলা যায়?
চলে যেতে চাইলে কি চলে যাওয়া যায়?
ভুলে যেতে চাইলে কি ভুলে যাওয়া যায়?

ভাবো যদি একটি বার আমি আড়ালে
বুঝবে তখন তুমি কি যে হারালে
তুমি ছাড়া জীবনে নিঃস্ব আমি
আমিও তোমার কাছে তেমনই দামী
যে মায়ায় জড়ালে আমাকে তুমি
সে বাঁধন সহজে কি ছিঁড়ে ফেলা যায়?
চলে যেতে চাইলে কি চলে যাওয়া যায়?
ভুলে যেতে চাইলে কি ভুলে যাওয়া যায়?

চোখ বুযে দেখো যদি মনের গভীরে
দেখবে শুধুই তুমি এই আমাকে
হৃদয়ের সবটুকু দিয়েছি যাকে
বলো আমি তোমাকে ভুলি কি করে?
যে মায়ায় জড়ালে আমাকে তুমি
সে বাঁধন সহজে কি ছিঁড়ে ফেলা যায়?
চলে যেতে চাইলে কি চলে যাওয়া যায়?
ভুলে যেতে চাইলে কি ভুলে যাওয়া যায়?
চলে যেতে চাইলে কি চলে যাওয়া যায়?
ভুলে যেতে চাইলে কি ভুলে যাওয়া যায়?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar