তর্জনি তুলে বলছি তোমায় বোবা চোখে অশ্রু দিও না বুকের প্রান্তর করো না কারবালা তর্জনি তুলে বলছি তোমায় বোবা চোখে অশ্রু দিও না বুকের প্রান্তর করো না কারবালা হারিয়ে যেও না, যেও না দূর-দুরান্তরে আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো তোমার ওই অন্তর ♪ আমার বুকের শহরে ভুলের আগুন জ্বেলে ভেবো না তুমি সুখ পাবে তোমার মনের ওই ঘরে আসবো ফাগুন হয়ে পুড়বে তুমিও প্রেমানলে আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো তোমারই অন্তর ♪ তোমার স্মৃতির গভীরে থাকবো প্রেমিক হয়ে পারবে না তুমি ভুলে যেতে নতুন দিনের মিছিলে অন্য কারো হতে দেবো না কখনো তোমাকে আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো ছিনিয়ে নেবো অন্তর তর্জনি তুলে বলছি তোমায় বোবা চোখে অশ্রু দিও না এই বুকের প্রান্তর করো না কারবালা তর্জনি তুলে বলছি তোমায় বোবা চোখে অশ্রু দিও না বুকের প্রান্তর করো না কারবালা হারিয়ে যেও না, যেও না দূর-দুরান্তরে আমি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো ছিনিয়ে নেবো অন্তর