Kishore Kumar Hits

S I Tutul - Amake Vule Jodi Jao şarkı sözleri

Sanatçı: S I Tutul

albüm: Buker Shohore Tumi


আমাকে ভুলে যদি যাও
তাহলে তুমি ভুলে যাও
আমাকে কাঁদাতে কি চাও?
বেশ তো, আমাকে কাঁদাও
আমাকে ভুলে যদি যাও
তাহলে তুমি ভুলে যাও
আমাকে কাঁদাতে কি চাও?
বেশ তো, আমাকে কাঁদাও
কখনো যদি ভাবো ভুল করেছো
অনুশোচনাতে তুমি জ্বলেছো
তবে ফিরে এসো তুমি আবার
আমাকে ভুলে যদি যাও
তাহলে তুমি ভুলে যাও
আমাকে কাঁদাতে কি চাও?
বেশ তো, আমাকে কাঁদাও

দেবো না আমি ফিরিয়ে তোমায়
ভুল তো ভুল করে মানুষেরই হয়
দেবো না আমি ফিরিয়ে তোমায়
ভুল তো ভুল করে মানুষেরই হয়
পুরোনো যত কথা, ভুলে যাবো সব
আবারও পেলে গো তোমায়
কখনো যদি ভাবো ভুল করেছো
অনুশোচনাতে তুমি জ্বলেছো
তবে ফিরে এসো তুমি আবার
আমাকে ভুলে যদি যাও
তাহলে তুমি ভুলে যাও
আমাকে কাঁদাতে কি চাও?
বেশ তো, আমাকে কাঁদাও

অনুরাগে মন জড়াবে তোমায়
একইসাথে পাশাপাশি শুধু দু'জনায়
অনুরাগে মন জড়াবে তোমায়
একইসাথে পাশাপাশি শুধু দু'জনায়
হারানো যত স্মৃতি, ফিরে পাবো সব
আবারও পেলে গো তোমায়
কখনো যদি ভাবো ভুল করেছো
অনুশোচনাতে তুমি জ্বলেছো
তবে ফিরে এসো তুমি আবার
আমাকে ভুলে যদি যাও
তাহলে তুমি ভুলে যাও
আমাকে কাঁদাতে কি চাও?
বেশ তো, আমাকে কাঁদাও
আমাকে ভুলে যদি যাও
তাহলে তুমি ভুলে যাও
আমাকে কাঁদাতে কি চাও?
বেশ তো, আমাকে কাঁদাও

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar