এলোমেলো করে দিলে আমার ভুবন দু'নয়নে নেমেছে দুখের প্লাবন অপরাধী করে আমাকে কেন হারালে অভিমানে বহু দূরে, বহু দূরে অভিমানে বহু দূরে, বহু দূরে ♪ জানি আজও অজানা তোমার আমার হৃদয়ে কী আছে লেখা এ মনের সব ইচ্ছেগুলো না বুঝেই তুমি হয়েছো একা অপরাধী করে আমাকে কেন হারালে অভিমানে বহু দূরে, বহু দূরে ♪ আজও আমার উদাসী এ মন তোমার ফেরার পথে চেয়ে থাকে আসবে তুমি একদিন জেনে এ মন সুখের স্বপ্ন আঁকে অপরাধী করে আমাকে কেন হারালে অভিমানে বহু দূরে, বহু দূরে এলোমেলো করে দিলে আমার ভুবন দু'নয়নে নেমেছে দুখের প্লাবন অপরাধী করে আমাকে কেন হারালে অভিমানে বহু দূরে, বহু দূরে অভিমানে বহু দূরে, বহু দূরে