Kishore Kumar Hits

S I Tutul - Tajmohol şarkı sözleri

Sanatçı: S I Tutul

albüm: Tajmohol


তুমি যদি বৃক্ষ হও, আমি হবো ফল
তুমি যদি নদী হও, আমি হবো জল
তুমি যদি বৃক্ষ হও, আমি হবো ফল
তুমি যদি নদী হও, আমি হবো জল
ভালোবাসায় সাজবে রংমহল, প্রাণবন্ধু রে
নতুন একটা গড়বো তাজমহল, প্রাণবন্ধু রে
নতুন একটা গড়বো তাজমহল
তুমি যদি বৃক্ষ হও, আমি হবো ফল
তুমি যদি নদী হও, আমি হবো জল
ভালোবাসায় সাজবে রংমহল, প্রাণবন্ধু রে
নতুন একটা গড়বো তাজমহল, প্রাণবন্ধু রে
নতুন একটা গড়বো তাজমহল

লাইলির প্রেমে মজনু ছিল, শিরির প্রেমে ফরহাদ
মরে গিয়েও সেই পিরিতের মিটলো না রে সাধ
ও, লাইলির প্রেমে মজনু ছিল, শিরির প্রেমে ফরহাদ
মরে গিয়েও সেই পিরিতের মিটলো না রে সাধ
চন্দ্র-তারা সাক্ষী রেখে রাখবো তোমায় আমার বুকে
ওই চন্দ্র-তারা সাক্ষী রেখে রাখবো তোমায় আমার বুকে
ওই পিরিতের রেলগাড়িতে চড়ি দুইজন চল
নতুন একটা গড়বো তাজমহল, প্রাণবন্ধু রে
নতুন একটা গড়বো তাজমহল

আকাশ যেমন মাটির সাথে মনের কথা কয়
তোমার সাথে মিশে আছে আমার এই হৃদয়
ও, আকাশ যেমন মাটির সাথে মনের কথা কয়
তোমার সাথে মিশে আছে আমার এই হৃদয়
তুমি আমার শুধু একজন, আপনার চেয়ে আপন
ও, তুমি আমার শুধু একজন, আপনার চেয়ে আপন
তোমার আমার ভালোবাসা সহজ-সরল
নতুন একটা গড়বো তাজমহল, প্রাণবন্ধু রে
নতুন একটা গড়বো তাজমহল
তুমি যদি বৃক্ষ হও, আমি হবো ফল
তুমি যদি নদী হও, আমি হবো জল
ভালোবাসায় সাজবে রংমহল, প্রাণবন্ধু রে
নতুন একটা গড়বো তাজমহল, প্রাণবন্ধু রে
নতুন একটা গড়বো তাজমহল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar