Kishore Kumar Hits

S I Tutul - Mojnu Ami Hote Pari şarkı sözleri

Sanatçı: S I Tutul

albüm: Tajmohol


মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এই জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি
মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এই জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
মনটা হবে কারবালা আর জীবন মরুভূমি
মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এই জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
মনটা হবে কারবালা আর জীবন মরুভূমি
মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এই জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি

লক্ষ চাঁদের হাসি তোমার ঠোঁটে
সেই হাসিতে মনের ফুল যে ফোটে
সাগরের বুকেতে অসংখ্য ঢেউ
তুমি কত আপন, জানে না কেউ
ও, লক্ষ চাঁদের হাসি তোমার ঠোঁটে
সেই হাসিতে মনের ফুল যে ফোটে
সাগরের বুকেতে অসংখ্য ঢেউ
তুমি কত আপন, জানে না কেউ
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
মনটা হবে কারবালা আর জীবন মরুভূমি
মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এই জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি

তোমার অমরকীর্তি গড়লো যারা
যুগে যুগে হলো অমর তারা
শাজাহান, ফরহাদ আর চণ্ডীদাস
কত প্রেমিক গড়লো প্রেম-ইতিহাস
ও, তোমার অমরকীর্তি গড়লো যারা
যুগে যুগে হলো অমর তারা
শাজাহান, ফরহাদ আর চণ্ডীদাস
কত প্রেমিক গড়লো প্রেম-ইতিহাস
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
মনটা হবে কারবালা আর জীবন মরুভূমি
মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এই জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি
মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এই জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
মনটা হবে কারবালা আর জীবন মরুভূমি
মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এই জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
তুমি যদি পাশে না রও, আমার যদি আপন না হও
মনটা হবে কারবালা আর জীবন মরুভূমি
মজনু আমি হতে পারি, লাইলি হলে তুমি
এ জীবনটা তোমার নামে লিখে দিলাম আমি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar