সেজন এমন ছায়ার মতন
রোদের আদর মাখে গালে
সেজন তেমন উজল এমন
বিষাদ মেখেছে যাপনে
সহজ সেজন মায়ার মতন
স্বজন বেঁধেছে আঁচলে
যেভাবে শ্রাবণ তোমাকে ছুঁয়ে
রূপবতী শোক হয়ে যায়
যেভাবে আখর সাঁঝের প্রদীপে
গেরস্থালী খুঁজে পায়
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তুমিও কি তাই রাত হয়ে যাও
চাঁদ ছোঁয়া নীল অবসাদ হয়ে যাও
তোমারও কি তাই বুক ভেসে যায়
চোট ছুঁয়ে প্রেম অপরূপ হেসে যায়
যেভাবে বাড়ে সুখ অভিসারে
প্রেম খোঁজে প্রিয় ডাকনাম
যেভাবে মেশে পরাগ বাতাসে
পথ ভোলে নাবিকের গান
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে
তুমিও কি তাই রাত হয়ে যাও
চাঁদ ছোঁয়া নীল অবসাদ হয়ে যাও
তোমারও কি তাই বুক ভেসে যায়
চোট ছুঁয়ে প্রেম অপরূপ হেসে যায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri