হাঁটতে হাঁটতে দেখো পথ ফুরায় আমাদের এই গল্পেরা ক্লান্ত হয় তোমার চোখেও অল্প জল কেন আমায় দেখেই মুখ লুকায়? ক্লান্ত মন শুধু চায় শ্রাবণ তাকে শান্তি দাও এই ঘরের কোণ ঘর ঝাপসা হয়, ভালোবাসার দায় তাকে বলতে পারিনি কেন কান্না পায় ♪ তোমার তুলির আঁচড় দিয়ে তুমি বাড়িয়ে দিলে স্মৃতির ঋণ উঠোন ভেজা বৃষ্টি হয়ে এই বুকের ভেতর রাত্রি-দিন এই মেঘলা দিন লাগে খুব মলিন তাকে শান্তি দাও, হও শব্দহীন সব হারিয়ে যায়, ভালোবাসার দায় তাকে বলতে পারিনি কেন কান্না পায় ♪ খাতার ভাঁজে ফুলের খোঁজে দেখো কাটছে এখন রাত্রি-দিন তোমার শাড়ির গন্ধে মেখে থাকা আলগোছে এক safety pin সেই রঙিন কাঁচ, সুখের দিন ফিরবে না আর কোনোদিন সব ফুরিয়ে যায়, ভালোবাসার দায় তাকে বলতে পারিনি কেন কান্না পায়