নিঃস্ব হয়ে আমি, ভালো আছো তুমি যেন অকারণে রয়ে গেছে রেশ আজও বেশ কেন বয়ে যায় বেলা, খালি মিথ্যে অবহেলা থাকতে চাই না আর একলা এমন করে ও মন, এখন যেও না চলে আমায় ছেড়ে ও মন, অকারণ হাঁটবো আবার ফের হাতটি ধরে ♪ এত গল্প জুড়ে তুমি, এ হৃদয় মরুভূমি নানা অছিলায় আজও বলে যায়, "তোমাকে চাই" চলো চলে যাই দেশে, চোখের কাজলে ভেসে কথা দিও একটু হেসে কাছে টেনে ও মন, এখন যেও না চলে আমায় ছেড়ে ও মন, অকারণ হাঁটবো আবার ফের হাতটা ধরে ♪ নিঃস্ব হয়ে আমি, ভালো আছো তুমি যেন অকারণে রয়ে গেছে রেশ আজও বেশ কেন বয়ে যায় বেলা, খালি মিথ্যে অবহেলা থাকতে চাই না আর একলা এমন করে ও মন, এখন যেও না চলে আমায় ছেড়ে ও মন, অকারণ হাঁটবো আবার ফের হাতটি ধরে ♪ ও মন, এখন যেও না চলে আমায় ছেড়ে ও মন, অকারণ হাঁটবো আবার ফের হাতটি ধরে ♪ এত সময় জুড়ে আমি, এই গল্প বেনামি আজ মন শুধু বলে যায়, "তোমাকে চাই" চলো একটু একটু এসে মেঘের পালকে ভেসে কথা দিও একটু হেসে কাছে টেনে