অমন করে ডাকো যদি কেমন করে থাকি দূরে? অমন করে ডাকো যদি কেমন করে থাকি দূরে? উদাস হয়ে তোমার ডাকে পরান আমার রয় না ঘরে পরান আমার রয় না ঘরে অমন করে ডাকো যদি কেমন করে থাকি দূরে? ♪ কাছে এসে দাও না সাড়া হয় যে হৃদয় পাগলপারা তোমার জন্য পোড়ে মনটা থেকো না আর দূরে সরে কাছে এসে দাও না সাড়া হয় যে হৃদয় পাগলপারা তোমার জন্য পোড়ে মনটা থেকো না আর দূরে সরে উদাস হয়ে তোমার ডাকে পরান আমার রয় না ঘরে পরান আমার রয় না ঘরে অমন করে ডাকো যদি কেমন করে থাকি দূরে? ♪ মিছে কেন ডাকো আমায় নাইবা যদি কাছে আসো? নিজের ঘরে যাবো চলে কভু আর ফিরবো না রে মিছে কেন ডাকো আমায় নাইবা যদি কাছে আসো? নিজের ঘরে যাবো চলে কভু আর ফিরবো না রে উদাস হয়ে তোমার ডাকে পরান আমার রয় না ঘরে পরান আমার রয় না ঘরে অমন করে ডাকো যদি কেমন করে থাকি দূরে?