আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
ভেজা সবুজে খোলা হাওয়া মিশে খেলছে
ইচ্ছেরা তোমায় ছুঁতে ডানা মেলছে
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
♪
বাজে শঙ্খের ভেতর সমুদ্র
মন যেন জীবনের মতো শুভ্র
বাজে শঙ্খের ভেতর সমুদ্র
মন যেন জীবনের মতো শুভ্র
সময় যে আমায় হারিয়ে যেতে বলছে
ইচ্ছেরা তোমায় ছুঁতে ডানা মেলছে
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
♪
যেন ঝিনুকের মতোই বালুকায়
আছি মন খারাপের অবহেলায়
যেন ঝিনুকের মতোই বালুকায়
আছি মন খারাপের অবহেলায়
কেন যে অভিমান আমার মনে জাগছে
ইচ্ছেরা তোমায় ছুঁতে ডানা মেলছে
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
ভেজা সবুজে খোলা হাওয়া মিশে খেলছে
ইচ্ছেরা তোমায় ছুঁতে ডানা মেলছে
আজ যতদূর চোখ যায় ততদূর
বৃষ্টিতে মাঠঘাট টইটম্বুর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri