তোমায় রেখেছি কেন এ বুকে সে কি বলতে হবে মুখে? তোমায় রেখেছি কেন এ বুকে সে কি বলতে হবে মুখে? ওই চোখে যখন রেখেছি চোখ ওই চোখে যখন রেখেছি চোখ সেই থেকে আমি অপলক তোমার প্রেমে কেন পড়েছি ঝুঁকে সে কি বলতে হবে মুখে? তোমার প্রেমে কেন পড়েছি ঝুঁকে সে কি বলতে হবে মুখে? ♪ কেউ পারবে না ভালোবাসতে আমার চেয়ে হৃদয় খুঁড়ে তুমি দেখতে পারো, ও মেয়ে কেউ পারবে না ভালোবাসতে আমার চেয়ে হৃদয় খুঁড়ে তুমি দেখতে পারো, ও মেয়ে ওই হাত যখন ধরেছি একবার প্রশ্নই ওঠে না সেই হাত ছাড়ার চোখের পাতায় কেন রেখেছি টুকে সে কি বলতে হবে মুখে? সে কি বলতে হবে মুখে? সে কি বলতে হবে মুখে? সে কি বলতে হবে মুখে? ♪ কেউ করবে না অপেক্ষা তোমার জন্যে তুমি প্রমাণ নিতে পারো সহজে, ও কন্যে কেউ করবে না অপেক্ষা তোমার জন্যে তুমি প্রমাণ নিতে পারো সহজে, ও কন্যে তোমার পায়ে পা মিলিয়ে হেঁটেছি যখন আর কারো কথা আমি ভাববো না তখন কেন জপছি তোমায় দমে দমে ফুঁকে সে কি বলতে হবে মুখে? সে কি বলতে হবে মুখে? সে কি বলতে হবে মুখে? সে কি বলতে হবে মুখে? তোমায় রেখেছি কেন এ বুকে সে কি বলতে হবে মুখে? তোমায় রেখেছি কেন এ বুকে সে কি বলতে হবে মুখে? ওই চোখে যখন রেখেছি চোখ ওই চোখে যখন রেখেছি চোখ সেই থেকে আমি অপলক তোমার প্রেমে কেন পড়েছি ঝুঁকে সে কি বলতে হবে মুখে? তোমার প্রেমে কেন পড়েছি ঝুঁকে সে কি বলতে হবে মুখে?