আমি তোমার আপন হইবো, না কি হইবো পর? আমি তোমার আপন হইবো, না কি হইবো পর? ভাবতে ভাবতে পাগল হইয়া ছাড়বা কেন ঘর? ভাবতে ভাবতে পাগল হইয়া ছাড়বা কেন ঘর? ♪ আপন হইলেও দু'দিন তোমার, পর হইলেও তাই কাছাকাছি হই যে আমরা, বলতে এখন যাই আপন হইলেও দু'দিন তোমার, পর হইলেও তাই কাছাকাছি হই যে আমরা, বলতে এখন যাই তোমার আমার গহীন নদীর বুকে এখন চর আমি তোমার আপন হইবো, না কি হইবো পর? ♪ ও, তোমার আমার ডাইনে-বাঁয়ে একই কানার হাট সেই কানারে ডাকতে নিলাম বসছে দোকানপাট ও, তোমার আমার ডাইনে-বাঁয়ে একই কানার হাট সেই কানারে ডাকতে নিলাম বসছে দোকানপাট ক্ষয়ে যাওয়া অচল সিঁকির থাকে কি আর দর? আমি তোমার আপন হইবো, না কি হইবো পর? আমি তোমার আপন হইবো, না কি হইবো পর? ভাবতে ভাবতে পাগল হইয়া ছাড়বা কেন ঘর? ভাবতে ভাবতে পাগল হইয়া ছাড়বা কেন ঘর?