নিঃসঙ্গতা ভেঙে দাও একাকিত্ব করো দূর নিঃসঙ্গতা ভেঙে দাও একাকিত্ব করো দূর নিজের সঙ্গে কথা বলো নিজেকে করো বন্ধু যদি ভাঙতেই মনে চায় আক্ষেপ করো ভাংচুর নিঃসঙ্গতা ভেঙে দাও একাকিত্ব করো দূর ♪ নিজেকে ভেঙো না কখনো ভাঙার জন্য জীবন নয় নিজেই নিজের বন্ধু না হলে তখনই তো মরণ হয় কেন সে মরণ তোমারই হবে? জীবন তো নন্দিত সুর যদি ভাঙতেই মন চায় আক্ষেপ করো ভাঙচুর ♪ তুমি কি জানো জীবন কত দামী? সে জীবন নিয়ে করো না পাগলামি তুমি কি জানো জীবন কত দামী? সে জীবন নিয়ে করো না পাগলামি ♪ নিজেকে নিজে মুগ্ধ করো বিষণ্ন জীবন কেন হবে? নিজেই নিজের প্রেমে পড়ো ভালোলাগা থাক অনুভবে যদি নিজেকে সকাল ভাবো নামবে ঝলমলে রোদ্দুর যদি ভাঙতেই মন চায় আক্ষেপ করো ভাংচুর নিঃসঙ্গতা ভেঙে দাও একাকিত্ব করো দূর