হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাড়া
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা
♪
হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাড়া
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা
শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনাধারা
শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনাধারা
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা
♪
উতলা এ মন খুঁজে মরে আজীবন
কবে সে পাবে দর্শন
চাতকের মতো কৃষ্ণপ্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ
♪
উতলা এ মন খুঁজে মরে আজীবন
কবে সে পাবে দর্শন
চাতকের মতো কৃষ্ণপ্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ
রাজা রানা প্রতাপের বিষপান করেও
মহিমাগুণে মীরা পেল অমৃতেরই স্বাদ
কানুলীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া
কানুলীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা
শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনাধারা
শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনাধারা
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri