আজই প্রথম মনে হলো মন উড়তে চায় হাওয়ায় আজই প্রথম মনে হলো ভাসি রুপোলি ধোঁয়ায় আরেকটা দিন চলে গেল তাকে ভাবতে ভাবতে আর আরেকটা রাত নেমে এলো তাকে বলা তো দরকার তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি ♪ এখন তো আমি নীরবতায় বৃষ্টির গান শুনি তার চাদরে খুব আঁধারেও হাজার ফানুস গুনি তার সাথে সব মুহূর্ত যেন লাগে স্বপ্নের মতো তার ভাবনার রেশ এসে চোখে ছবি আঁকে শত শত আরেকটা দিন চলে গেল তাকে ভাবতে ভাবতে আর আরেকটা রাত নেমে এলো তাকে বলা তো দরকার তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি ♪ এখন তো মন ঘাসের চাদরে উদাসীন রাত জাগে তার ছায়াতে নিজেকেই দেখি, নেশাতুর সব লাগে অগোছালো এই জীবনে হঠাৎ হলো তার আগমন তার হাসিতেই মুখর হৃদয় হারায় সারাক্ষণ আরেকটা দিন চলে গেল তাকে ভাবতে ভাবতে আর আরেকটা রাত নেমে এলো তাকে বলা তো দরকার তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি তার খেয়ালে চোখের পাতায় হাজার ছবি এঁকেছি তাকে বলতে গিয়েও হয় না বলা অমি প্রেমে পড়েছি