দূরে, আরো দূরে যেতে চাই যেখানে তোমার কোনো স্মৃতি থাকবে না সময় ফেলে আসা ধুলোমাখা অতীত আমায় আর পিছু ডাকবে না শুধু জানলা দিয়ে চেয়ে থাকবো আর তোমার কথা না ভাববো আমি নিজেকে গুছিয়ে নেবো নিজের মতো দূরে, আরো দূরে যেতে চাই যেখানে তোমার কোন স্মৃতি থাকবে না ♪ একমুঠো রোদ আঙ্গুলের ফাঁকে এক পশলা বৃষ্টি আমায় পিছু ডাকে ফেলে আসা বাঁধ সাদাকালো হয়ে ছেড়ে আসা মন থাকে মন খারাপে কত কত কথা বলা বাকি কিছুতে বলা আর হলো না সময় ফেলে আসা ধুলোমাখা অতীত আমায় আর পিছু ডাকবে না শুধু জানলা দিয়ে চেয়ে থাকবো আর তোমার কথা না ভাববো আমি নিজেকে গুছিয়ে নেবো নিজের মতো দূরে, আরো দূরে যেতে চাই যেখানে তোমার কোনো স্মৃতি থাকবে না সময় ফেলে আসা ধুলোমাখা অতীত আমায় আর পিছু ডাকবে না