Kishore Kumar Hits

Tabib Mahmud - Shadhinota Rokkha - স্বাধীনতা রক্ষা şarkı sözleri

Sanatçı: Tabib Mahmud

albüm: Shadhinota Rokkha (স্বাধীনতা রক্ষা)


হাজার সালাম শহীদ স্মরণে অতঃপর শুরু কবিতা রব
আমাদের গানে সুখ থাকে কম বিসর্গযোগ দুঃখ সব
তোমাদের কাছে বিজয় মানে GPA 5-এ ভেজানো সুখ
আমার কাছে বিজয় মানে যে আমার মায়ের মিষ্টি মুখ
সৃষ্টিসুখের উল্লাসে দেখি অর্ধশত বছর পার আর
সুদ আসলের হিসাবে আমার দেশপ্রেমিকের জীবন পার
দেশবাসী শুনো কান দিয়ে বুঝো এ শব্দ মন দিয়ে
অন্যায় দেখে তুমি কি বাধা প্রদান করছো হাত দিয়ে নাকি
ধৈর্য্য তোমার পাহাড় সমান Robert Bruce-এর মাইরে বাপ
ধৈর্য্য যদি আর্ট হয় তবে জিতবে তুমি বিশ্বকাপ
ক্যালেন্ডারের পাতায় ঘুড়ে বিজয় দিবস আছে ঠিক
সবুজ লালের নতুন জামায় আমিতো তুলছি রঙিন পিক
আমিতো করিনি অংশগ্রহণ একাত্তরের সংগ্রামে
রাখিনি কোনো অবদান আমি মুক্তিযুদ্ধ আঞ্জামে
আমি শুধু আজ বুঝতে শিখেছি আমিই আনব নতুন দিন
অর্জন থেকে স্বাধিনতাটাহ রক্ষা করা বেশ কঠিন কাজ
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সব, জানি সব, মানি না তো শিক্ষা
বুঝি সব, জানি সব, নেই না তো শিক্ষা
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সব, জানি সব, মানি না তো শিক্ষা
বুঝি সব, জানি সব, নেই না তো শিক্ষা
সুজলা সুফলা শষ্য শ্যামলা সোনার বাংলাদেশ দেখেছি
নদীমাতৃক মাতৃভূমিতে বেপোরোয়া পরিবেশ দেখেছি
সকালের রোদ ফিকে হয়ে যায় শ্রম ঘাম শুষে জোক আমার
শব্দেরা শুধু হাহাকার করে চাড়া দিয়ে উঠে শোক বিজয়
উৎসব মানি না আমি লাভ লস বুঝি না আমি
চেতনার সাথে প্রতারণা করে বিলাসিতা খুজি না শোন
জনগণ তুমি বোকামন নিয়ে অকারণে কেনো খাটো তুমি
দেশপ্রেম বলে দুর্নীতিবাজ পাদুকা কেনো যে চাটো আমার
বেদনা জেগেছে মনে আমার মন চায় যেতে বনে যেখানে
জীবন পেয়েছে জীবনের স্বাদ জীবন আত্নদানে
বিজয় দেখেছি এনেছিলো যেটা আমার পূর্বপুরুষ আমি
নিজে কী করেছি দেশের জন্য উড়ানো ছাড়া এ ফানুস আমার
বেকরত্বের অভিশাপে আজ মৃতপ্রায় সংসার জানে
দারিদ্র্য আর ক্ষুধার কষ্টে মেধাগুলো ছাড়খার আমার
বিজয় হয়েছে মাতৃভূমির আমিতো পাইনি স্বাদ যেদিন
বেকার ঘুচবে সেদিন কাটবে আমার ক্লান্ত রাত
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সব, জানি সব, মানি না তো শিক্ষা
বুঝি সব, জানি সব, নেই না তো শিক্ষা
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সব, জানি সব, মানি না তো শিক্ষা
বুঝি সব, জানি সব, নেই না তো শিক্ষা
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar