Kishore Kumar Hits

Tabib Mahmud - Jibon Amar - জীবন আমার şarkı sözleri

Sanatçı: Tabib Mahmud

albüm: Jibon Amar (জীবন আমার)


জীবন আমার দুই চাকার গাড়ি বোঝে না তো মন
দুনিয়াদারি লোভ লালসায় ব্যস্ত সারাক্ষণ
মিলে না মিলে না হিসাব অঙ্ক করে ভুল
মাঝ দরিয়ায় ভাসে জীবন পায় না ফিরে কূল
যাচ্ছে সময় উল্কা গতি আমরা মানুষ সুবিধাবাদী
আকাঁ বাকাঁ নদী চলে মহা সড়কের মতো দুর্ঘটনায় বল কার কি ক্ষতি
মহা দংশনে অংশন ফাংশনে গোজামিল
হতাশার প্রোগামে সাময়িক রাজা ফিল
আমাকে ডোবায় দেখি তোমাকে ভাসায় আর
তোমাকে হাসায় দেখি আমাকে ভাবায়
আজ কেউ কারো জন্য না সাময়িক সন্ধিতে
ক্ষণিকের চুক্তিতে মন গড়া যুক্তিতে রাতের আসরে জমা আনন্দ ফন্দি
একটি খাচাঁর মাঝে পৃথিবীটা বন্দি
মেঠো পথ পাঁকা হল, বেলা শেষে বাড়ি হল, গাড়িটাও চলে এলো
প্রিয়জন বধূ হল সময়ের সাথে সাথে মানুষ বদলে গেল
বদলে যাওয়া যেন সময়ের প্রয়োজন
জীবন আমার দুই চাকার গাড়ি বোঝে না তো মন
দুনিয়াদারি লোভ লালসায় ব্যস্ত সারাক্ষণ
মিলে না মিলে না হিসাব অঙ্ক করে ভুল
মাঝ দরিয়ায় ভাসে জীবন পায় না ফিরে কূল
ভালোবাসি খেলতে, মাঝে মাঝে পড়তে, ভালোবাসি cartoon আকঁতে ও দেখতে
মন চায় পৃথিবীর দেশে দেশে ঘুরতে
একদিন ছুঁয়ে দিব হিমালয়ের চূড় আমি
সাত সমুদ্দুর পাড়ি দিয়ে জয়ী হবো
সবাইকে ভালোবেসে মহাপ্রেমি মাঝি হবো
একটি জীবন হবে ঝামেলাবিহীন
আমি সেই জীবনের পাল তুলে মুসাফির হবো
জন্মে কেদেঁছি মৃত্যুতে হবো চুপ
বৃথা এ দুদিনের পরিচয় খ্যাতি রূপ
এসেছি খালি হাতে চলে যাব বলে তাই
ভাগ্যে বিশ্বাস দুশ্চিন্তাটা নাই
নাই কোন সন্দেহ নাই কোন অবকাশ
লোভহীন মনটাই পৃথিবীর শক্তি
লোভ লালসার ফাঁদে আটক মানুষ যত
মনের অজান্তে খাঁচাটায় বন্দি
জীবন আমার দুই চাকার গাড়ি বোঝে না তো মন
দুনিয়াদারি লোভ লালসায় ব্যস্ত সারাক্ষণ
মিলে না মিলে না হিসাব অঙ্ক করে ভুল
মাঝ দরিয়ায় ভাসে জীবন পায় না ফিরে কূল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar