Kishore Kumar Hits

Tabib Mahmud - Shudhu Takar Jonno şarkı sözleri

Sanatçı: Tabib Mahmud

albüm: Shudhu Takar Jonno


রং তামাশায় বিভৎস চেহারাটা
যায় দেখা যায় চরিত্রে কার
পুরাদেশ ছারখার দেখো কালো কারবারী
যারেধরে তারে মারে এটা যুগ মহামারি
যায় দেখা যায় চরিত্রে কার
আরে জীবনের দাম যেনো দুই টাকা কেজি
আবার অভাবের দিনে চলে এক টাকা ছাড়
তামাশায় মাতি আমি ব্যাস্ত জীবন
তামাশায় মাতি আমি ব্যস্ত জীবন
আমারহতাশায় লেখা থাকে জ্যান্ত মরণ
আমি জীবন্ত লাশ আমি যন্ত্র মানব
আমি এই শহরের বুকে সবচে সুলভ
আমারহতাশায় লেখা থাকে জ্যান্ত মরণ
আমি সস্তায় বেচে দেই স্বপ্ন আমার
যেটা আজ এই সময়ের সবচেয়ে দামি
চাষ কর যত খুশি এক ফালি জমি
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
আমার সাধের স্বপ্ন
যায় আলো নিভে যায়
বেলা ডুবে যায়
শুধু টাকার জন্য
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
যায় আলো নিভে যায়
বেলা ডুবে যায়
শুধু টাকার জন্য
কথা কাজে মিল নাই দিল নাই
আমার গোজামিলে সব ঠিক ভুল নাই
লাল চুল নায়িকার দুল নাই (কানে)
লাল চুল নায়িকার দুল নাই কানে
থাকলে টাকা টাক মাথায় উঠে চুল
তাই মিথ্যা সত্যা হয় সঠিকটা ভুল
ফুলে ফুলে উড়ে মৌমাছি দুধের মাছি
এই হ য ব র লে আমিও আছি
থাকলে টাকা টাক মাথায় উঠে চুল
আমি তুমি বেঁচে আছি বাঁচবার প্রয়োজনে
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
আমার সাধের স্বপ্ন
যায় আলো নিভে যায়
বেলা ডুবে যায়
শুধু টাকার জন্য
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
যায় আলো নিভে যায়
বেলা ডুবে যায়
শুধু টাকার জন্য
যায় আলো নিভে যায়
বেলা ডুবে যায়
মাথার ভেতর পেইন-প্যানিক
স্বপ্ন বেঁচে ছিড়ি বোতাম জামার
স্বপ্ন বেঁচে ছিড়ি বোতাম জামার।
হুট করে ভেগে গেছে প্রেমিকার সাথে বধূ
হুট করে ভেগে গেছে প্রেমিকার সাথে বধু
কামে রাঙ্গা কামরা্ঙা, রঙে রাঙা রংধনু
কামে রাঙ্গা কামরাঙা, রঙে রাঙা রংধনু
তাই রং করে খান সব নক্কা গোলাম
তাই রং করে খান সব নক্কা গোলাম।
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
আমার সাধের স্বপ্ন
যায় আলো নিভে যায়
বেলা ডুবে যায়
শুধু টাকার জন্য
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
যায় ভেঙে চুরে যায়
উড়ে দূরে যায়
যায় আলো নিভে যায়
বেলা ডুবে যায়
শুধু টাকার জন্য

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar