Yeah, IrfuG সব সত্য মিথ্যা না, সব মিথ্যা সত্য না (word, word) এইডাই ধাঁধা, yeah তুই জানিস না কী কী মনের ভিত্রে সামনে খাতা-কলম মনে জমা জিদরে যখন শব্দ চলে মানুষ বাকরুদ্ধ আমার যুদ্ধ আর আমি সেনা-অস্ত্র যাই যাই আর কোন দিক পথ বাতাস, আমি নাবিক দুশমন রাস্তা বন্ধ, যা চাই ভুল আর সব ঠিক লোকে কয় জগতের নিয়মে আমি আটকা রাজার নীতি, সমাজের ভীতি ধর্মের দোহাই, আর তুই বাঁশ খা প্রথম থেইক্কা জানতাম পৃথিবী মানে বিশ্বাস তো ওই শিক্ষায় আপন মানুষ করল কুপোকাত কানে বাজে রোজ ধিক্কার নিজ কানে নিজ চিৎকার আমি দেখতে খুবই সামান্য তো আর যাচাইয়ের কি দরকার, হাঁ? রাখ তোর সুবিধার নীতি, মনের দাগ গুলি যে নিয়ম শিখায় সে ভাঙ্গায়, আর আমি অপরাধী ডাঙ্গায় বুক ভয় পায়, নিজের ছায়া নিজে লুকায় তুব সাজায় সে সাজায় সমাধি হিংস্র হায়েনার দুই দিনের কাপ-কাপ, পাপ কখনো ছাড়ে না বাপ যে যার কর্মে ভুগে নিজে তাও বুক ভরা অভিশাপ পাপে টাইনা আনে পাপী, পুরা পৃথিবী সমাধি দিন গুইনা গুইনা চলা অপেক্ষা পিয়ন আর চিঠি-চিঠি চোখ খুলে দেখি স্বপ্ন শেষ আমার আত্নকথনে আমি সিক্ত বেশ কেউ জানলো না কেন এমন আমি পথভ্রষ্ট নাকি ভক্তি শেষ? চোখ খুলে দেখি স্বপ্ন শেষ আমার আত্নকথনে আমি সিক্ত বেশ কেউ জানলো না কেন এমন আমি পথভ্রষ্ট নাকি ভক্তি শেষ? আমি মূর্তি নই, আমারও কিছু থাকে বলার বোঝা সব জমা হিসাবের খাতায় পাতায় পাতায় লেখা থাকে যত অংক মিলে না ফল আর কোন বইয়ে কোন সূত্র? তাই কথা থাকে কথার জায়গায় মুখোশ মুখে বোঝাই গেলো না কি রক্ত চোষে থাক করলাম না আর জীবন ধান্দার নাটক, fiting, setting দুধ ভাতের চেয়ে better act like a machine মানুষ আসে একা, যায় একা, মাঝে ছায়াছবি যে সইতে পারে হিরো নাইলে বাক্সবন্দি কবি রেললাইনে ভরা পথ সব কি চিনে গাড়ি কই যায় আমার না হয় সব ছবি ঘোলা, কার কী আসে যায়? যদি পায় তাইলে চিন্তা, না হইলে পিছে ডিম খা সবাই কইলো আমি স্বাধীন তাও কথা কইতে চিন্তা? না আমি সইতে পারি না নিজের স্বার্থে কাউরে ছাড়ি না আমি রাখতে চাই আমার কাছে দুনিয়া সবুজ তাই শাষন-শোষন মানি না আর দুনীতি নাই একলা পথে কাঁটা পথে দেওয়া ভরপুর চারপাশের বাঘ ভাল্লুক চলো শিকারে দেখি কে কতদূর শক্তি সাধনা হাতে তে বেদনা তাই মানুষ চিনতে আর হয় না ভুল জানোয়ার তো সমাজ-ই বানায় পিটাইয়া পিটাইয়া ভুলের ঢোল চোখ খুলে দেখি স্বপ্ন শেষ আমার আত্নকথনে আমি সিক্ত বেশ কেউ জানলো না কেন এমন আমি পথভ্রষ্ট নাকি ভক্তি শেষ? চোখ খুলে দেখি স্বপ্ন শেষ আমার আত্নকথনে আমি সিক্ত বেশ কেউ জানলো না কেন এমন আমি পথভ্রষ্ট নাকি ভক্তি শেষ?