Kishore Kumar Hits

G. M. Ashraf - Bojhena Bou şarkı sözleri

Sanatçı: G. M. Ashraf

albüm: Bojhena Bou


বোঝে না, বোঝে না বউ
আমার বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না বউ
আমার বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না বউ
আমার, বোঝে না আমারে
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না আমারে
জীবন পুরা বদলে গেল
ছিল যেসব অগোছালো
শিখছি আমি নতুন করে
বউয়ের চাপে ঘর গোছানো
ঝাড়ু দেওয়া, ভেজা towel
এই অভ্যাস ভাল্লাগে না
যেই চোখে তার মায়া ছিল
আজ আমাকেই ভাল্লাগে না
তবে কোথায় হারাল সেই প্রেম?
অনুভূতির জোয়ার মায়া তোমার-আমার
অভিমানে ঢাকা পড়ে গেছি
লাগে বেশি-বেশি
যখন কাছে আসি
আসলে ব্যাপার টা হচ্ছে
বোঝে না, বোঝে না বউ
আমার বোঝে না, বোঝে না রে
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না আমারে
বোঝে না, বোঝে না বউ
আমার বোঝে না, বোঝে না রে
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না আমারে
(বোঝে না, বোঝে না বউ)
(আমার বোঝে না, বোঝে না)
(বোঝে না, বোঝে না বউ)
(আমার বোঝে না, বোঝে না)
(বোঝে না, বোঝে না বউ)
(আমার, বোঝে না আমারে)
(বোঝে না, বোঝে না, বোঝে না)
(বোঝে না আমারে)
তোমার ওই খবরদারি আর তো নিতে পারি না
সারাক্ষণ নজরদারি একদম ভাল্লাগে না
যত রাগ তোমার কথায় Netflix নাকি Star-জলসায়
বাসায় বন্ধী তুমি-আমি বাইরে যাওয়া যাবে না
তবে কোথায় হারাল সেই প্রেম?
অনুভূতির জোয়ার মায়া তোমার-আমার
অভিমানে ঢাকা পড়ে গেছি
লাগে বেশি-বেশি
যখন কাছে আসি
আসলে ব্যাপার টা হচ্ছে
বোঝে না, বোঝে না বউ
আমার বোঝে না, বোঝে না রে
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না আমারে
বোঝে না, বোঝে না বউ
আমার বোঝে না, বোঝে না রে
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না আমারে
(বোঝে না, বোঝে না বউ)
(আমার বোঝে না, বোঝে না)
(বোঝে না, বোঝে না বউ)
(আমার বোঝে না, বোঝে না)
(বোঝে না, বোঝে না বউ)
(আমার, বোঝে না আমারে)
(বোঝে না, বোঝে না, বোঝে না)
(বোঝে না আমারে)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar