This is me
This is, this is, this is me
Yeah, yeah, yeah- it's Fraze
নিজেকে দেখি, কে এই আমি, আমার আজ হরেক রূপ
নিজ হাতে লিখি, বাস্তব শিখি, খাতায় ভরা সুখ
নিজেতে বাঁচি, আমার fan আমি, বেঁচে থাকার লোভ
শহরে দামি, কলমের দাবি, this is my fucking ক্ষোভ, yeah
Like আমি Nate
আমার লেখা তোদের জন্য শিক্ষার mansion
ওরা in tension
যাদের fame কামানোর খালি intention
Don't wanna mention
But পরকালে নিয়ে যাবা attention?
টান দিলে জলে নামে সব
হোক না fame or হোক না Benson
My thoughts are like Nipsey
তাই প্রতিদিন করি hustle (yeah, yeah)
জানি মরণ হবে কঠিন
One wrong মিলবে না puzzle
জীবন তো চিড়িয়াখানা
কিন্তু বানাইতে চাই জঙ্গল
প্রতিদিনই শত বাধা আসে
কিন্তু শত চেষ্টাতেও ভাঙবে না penball
Oh yeah, আমি স্বার্থপর, হ্যাঁ
বলি তুই ভাই আজ স্বার্থ খোঁজ যা
মনের কথাগুলা রক্ষা কর আর
নিজের স্বপ্নগুলার গর্ত খোদ
এই সমাজের লক্ষ্য সোজা
বেকার তো useless, বন্ধ দরজা
তেলের মাথায় তেল, ছবি আর নকশা
"Head of a man" from F. N. Souza
২০০১
১৫ জানুয়ারি বেলা ঠিক সন্ধ্যা
জন্ম নিলো কেউ
যে মানুষের চিন্তার বদলাবে নকশা
নাম মাজেদ
সংগ্রামী কণ্ঠে সে হতে চায় বাদশাহ
দেখবি ঝাপসা
চোখের সামনে করবো playground কবজা
নীতির এই রীতিতে পরাধীন
শিখে তো লিখেছি স্বপ্ন (yeah, yeah)
হবে কি বাস্তব?
না-কি চাঁদের বুড়ির মতো এটাও গল্প?
চাই না বীর হতে
কিন্তু বোবার মত জীবন হয় না সহ্য!
চাই আজ সব তো
লোহা থেকে আমি হতে চাই রত্ন!
বাবাজি, জীবনতো কাবাডি
পিছে যাও, সামনে যাও, বিপদ তো সবারই
খেলে যাও, টিকে যাও, এখানে খিলাড়ি
হেরে যাও, গলে যাও, তুমিতো আনাড়ি
কষ্ট তো সবারই (কষ্ট তো সবারই)
জীবন্ত সমাধি (জীবন্ত সমাধি)
জিজ্ঞেস কর- কে আমি (yeah)
আমি এক মুসাফির!
Judgement কর minimize
সময় থাকতে life কর maximize
কেউ মরতে চায় না কিন্তু মনে মনে
সবার চাই শুধু ভাই paradise
কেনা যায় বাঘের চোখ
তোদের চাই সামান্য viewers
হবি just famous
কিন্তু হতে পারবি কি একজন view changer?
এখন বল তুই আমার views আসে না
Views এর খেলায় কেন groove আসে না
সময় গেলে ঠিকই সাধন হবে
তোদের গানে কেন আজ move আসে না?
কেনো আজ ক্রোধ ভাসে না
চোখেতে রক্তের ছাপ বাড়ে না
টাকার এই দুনিয়ার রোগ সারে না
দুইজনের চিন্তার change আসে না
আমি তো আনব change
আমার গানগুলা বানাবে নিজের range
আমি তো ছাড়ব train
চাকাগুলার গল্প গোলাকার
লাগবে brain এই শব্দ বুঝতে
ছেলের লক্ষ্য বুঝতে
ছেলেটার কষ্ট বুঝতে
আসবে শত মাজেদ প্রতিটি বর্ষে!
প্রতিটি বর্ষে, প্রতিটি গর্ভে, প্রতিটি জন্মে (I swear to God)
প্রতিটি বর্ষে, প্রতিটি গর্ভে, প্রতিটি জন্মে (I swear to God)
প্রতিটি বর্ষে, প্রতিটি গর্ভে, প্রতিটি জন্মে (I swear to God)
প্রতিটি বর্ষে, প্রতিটি গর্ভে, প্রতিটি জন্মে (I swear to God)
This is me, yeah
This is me
Yes I know, this is me
This is me
জীবন্ত সমাধি
Поcмотреть все песни артиста