Kishore Kumar Hits

FRAZE KHAN - Hariye şarkı sözleri

Sanatçı: FRAZE KHAN

albüm: Jibonto Somadhi


আমি হারিয়ে, যাব হারিয়ে
আমি হারিয়ে, যাব হারিয়ে
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলেটা আজ কাঁদতে চায়, কাঁদতে চায়
ক্যান, ক্যান বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায়
ক্যান, ক্যান বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুলগুলা মানতে চায়, শিখতে চায়
ক্যান, ক্যান বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায়
ক্যান, ক্যান বল?
ভেঙেছি শতবার, ভাঙতে চাই আজ আবারো
কেঁদেছি কতবার, হাসতে চাই আজ আবারো
হেসেছি কতকাল, হাসতে হাসতে দিনটা গেল
হেঁটেছি হাতটা ধরে, হাতটা কই আজ হারিয়ে গেল
মায়ার এক কল্পনা, স্বপ্ন ছিল ক্যান হাজারো?
ছায়াটা গল্প না, তুমি ছিলে পাশে অল্প না তো
আমার এই গল্পটা, বুঝবে না এই দুনিয়াটা তো
ভাববে প্রেম, কিন্তু বাবা হারা কষ্ট বুঝবে না তো
হ্যাঁ, আমি আজ বলতে চাই, খাতায় মনের কথা লিখতে চাই
দেয়া কথাগুলা রাখতে চাই, নতুন করে আবার বাঁচতে চাই
করা ভুলগুলা মানতে চাই, হাতে হাত আবার রাখতে চাই
দেখি চারিপাশে তুমি নাই, আমি আগের জীবনেতে ফিরতে চাই
সবাই মুখোশ পরে, চিনতে পারি না মানুষ আমি
প্রতিবারই যাই উপকারে কিন্তু হতাশ হয়ে ফিরে আসি
হাসে সবাই, বলে- পাগল আমি, বুঝে না কেউ যে মনটা দামি
মাঝেমাঝে এই কারাগার থেকে পাইতে চাই আমি জামিন
মনটা অনেক সাফ, জবানে হয়তো অনেক ময়লা
স্বার্থের দুনিয়া, tough দেখা সমাজের পুরা কয়লা
কলমে আমার হাত, কষ্টের শব্দ খাতায় সয় না
কারো হাত ধরে জিতে যাব, but ওইটাতে তো আমার জয় না
জীবন থেকে মৃত্যুর দরজায় আজ দাঁড়িয়ে
পাব আবার শান্তি, নিব বুকে জড়িয়ে
মনে নিয়ে ক্লান্তি যাব আমি হারিয়ে
একদিন চলে যাব এই জগতটাকে কাঁদিয়ে
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলেটা আজ কাঁদতে চায়, কাঁদতে চায়
ক্যান, ক্যান বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায়
ক্যান, ক্যান বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুলগুলা মানতে চায়, শিখতে চায়
ক্যান, ক্যান বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায়
ক্যান, ক্যান বল?
স্মৃতির ছেঁড়া পাতায় ভাঁজ করা শত আশা
এই বেদনাতে থাকা প্রতিদিনের পেশা
শুন্যমনে শূন্যস্থানে পোষা কত নেশা
শেষ বিকেলে আরেকবার কি হবে কষ্টের ফিরে আসা?
জানি না কতবার মনকে বলছি, 'এবার থাম'
'রাখিস না বিশ্বাস, এই দুনিয়ায় তো সবাই সাপ'
'আসবে যাবে শুধু, বিষধর ফেলবে ছাপ'
'কষ্টের শেষে শুনবি- সাপটার নাই কোনো হাত'
জীবন থেকে মৃত্যুর দরজায় আজ দাঁড়িয়ে
পাব আবার শান্তি, নিব বুকে জড়িয়ে
মনে নিয়ে ক্লান্তি যাব আমি হারিয়ে
একদিন চলে যাব এই জগতটাকে কাঁদিয়ে
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলেটা আজ কাঁদতে চায়, কাঁদতে চায়
ক্যান, ক্যান বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায়
ক্যান, ক্যান বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুলগুলা মানতে চায়, শিখতে চায়
ক্যান, ক্যান বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায়
ক্যান, ক্যান বল?
জীবনে অনেক বাধা আসবে
হয়তো কখনো সেটা অতিক্রম করতেও পারো
নাও করতে পারো
কিন্তু কখনোই নিজেকে হারিয়ে বসবে না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar