Yeah, wassup wassup man 3080 northside Yeah, yeah, yeah, yeah Fraze এই যুগে আইসা দেখি প্রতিদিনই বাস্তবতা জীবন তো ছিলো সোজা, বাপের কান্দে রাইখা বোঝা লোকে কী বলে এইটা নিয়া হয় না মাথা ব্যথা এক বেলা খাওয়ায় লোকে অন্যবেলায় দিবো খোটা (facts) হাতে কলমের কালি, কাগজে সত্য গল্প জীবনটা রঙ্গমঞ্চ, শ্রেষ্ঠরাও ছিলো ব্যর্থ (facts) এইটাই তো Scene আমলের, এইটাই তো রূপ সমাজের বলবো তো আজকে কারণ এইটাই তো দিন পাগলের আজ আমার টাকা চাই খুব বেশী, ভরপুর সময় বুইঝাই তো ওরা ধরসে আমার গলায় খুর রক্ততে অন্ধ সমাজ, খুঁজে বেড়াই আমি নূর খুঁজি সুর, সে চলে গেছে অনেক দূর এই যুগের ছেলেরা কেন মাপতে চায় না গভীরতা বাদ দিয়া দে অলসতা, পাইতে চাইলে সফলতা তাকাইলে নিচে দেখবি ১০ জন তোর পায়ে ধরা নামাইতে চাইবো নিচে, এইটাই তোর স্বার্থকতা আমি স্বার্থপর, কে না এই সমাজের? আমি যুদ্ধ করসি একা একা কে-ই বা ছিলো পাশে? যারা দিসে গালি, আজকে ওরাই তালি মারে গানে আমি keyboard রাইখা যোগ্যতা টা দেখায় দিসি কাজে জানে-মানে, সর্বজনে, আমি কর্মে ঠিক টাকার কথা আসলে দুনিয়ায় সব-ই ঠিক ঠিক-বেঠিক খুঁজে কয়জনে, সব বিতিক গানের অর্থ না বুঝলে, দেখ Tv তে Nick Canon হইতে চায় Fraze রে মারবো গুলি যেই ছেলে ঘরে বইসা দেখে আজও ঠাকুমার ঝুলি Rapper-দের কলম থেইকা চলে বেশি মুখের বুলি That's a facts, admit it, খুলমো তোগোর খুলি আজকাল রাস্তা-ঘাটে rapper মিলে টাকা ছিটায় দিলে যেমন মাছের লেইগা পাখি উড়ে নদী, খালে-বিলে আমি chill-এ, এইসব দেইখা কারণ ওরা চলে pill-এ Public গিলে কিন্তু কেউ তো ওদের জায়গা দেয় না দিলে নিজেরে সস্তা তে বেচি নাই ফায়দা চাইসে অনেকে but cost টা তে আসে নাই আমার দাম টাতো বুঝে নাই রং দেখসে কিন্তু রঙের ডাব্বা টা চিনে নাই বাংলা rap-এর অলিগলি বানায়লাইসে শাখা এই-সেই hiphop, তাইলে বাংলাদেশ কই চাচা? সবাই কর্ম কইরা একদিন অনেক কামাইমু তো টাকা কিন্তু art এর লগে বেইমানি না মনে রাইখো কাকা হিংসা না hustle কইরা এইখানেতে আইসি bro (facts) Rap is my home, my home is like the future bro Mic হাতে নিয়া একদিন দিমু পুরা দেশে tour জীবনটা marathon চলতে থাকবো আমার দৌড় Yo, তোদের মত ২ দিনের viral shit বানাই না, যে ভন্ড সাজবো আমি আজকে যেই গান বানায় যামু ওইটা ১০ বছর পরেও বাজবো It's legacy bro, peace out