Kishore Kumar Hits

Raafky - Ami Naa şarkı sözleri

Sanatçı: Raafky

albüm: Ami Naa


অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর ফিরে আসবো না
শেষ বারে শ্বাসটা থামছে আমার অতীত মনে পরছে
কিছু যে ভুল ত্রুটি ছিলো সব আজ চোখের সামনে আসছে
আমার গলাই দড়ি পরছে পা আজ আকাশেতে ঝুলতে
মায়ের মুখের সে হাঁসি আজ খুবি মনে পরছে
বাবা যে বলতো এই আমাকে বিপদ সামলাবে সাবধানে
আজ ব্যর্থ আমি জীবন ছেড়ে যাচ্ছি চলে দুরে
কিছু যে কথা ছিলো বলার আজ সব বলবো এইভাবে
তোমার মুখে হাঁসি চেয়েছি প্রিয় প্রতি মোনাজাতে
সময়ে দাড়িয়ে এই পারে সময়ে দাড়িয়ে ওই পারে
তোমাকে একটু দেখবো বলে আমার এই বুকটা জোরে কাপে
রক্তে নিকোটিন জমছে ব্যথা সব অশ্রু রুপে নামছে
প্রতিটা ব্যর্থটাও বৃথা আজ যাওয়ার সময় আসছে
অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর ফিরে আসবো না
অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর মিথ্যে হাঁসবো না
কতোটা আগলে গুছিয়ে রাখতো মা বাবা এই আমাকে
তাদের মুখের হাঁসি ছিনিয়ে আমি ভাঙলাম স্বপ্ন টাকে
কখনো নিজের মনটা বলে এতো পাষাণ কেমনে হলে
মুচকি হাঁসি দিয়ে মনকে বলি বাস্তবতা দেখে
কখনো ভাবিনি এইভাবে পাপ ঘারে চরে বসবে
জন্মদাতার দেখা স্বপ্ন সব আমার জন্যে ভাঙবে
রাত্রি সব ভাবনাই কাটে কেমনে সামলাবো নিজেকে
নিজের দোষ আর নিজের খারাপ আটকে রেখেছে এই আমাকে
যেইটা দিয়েছে আমাকে সেইটা চাইনি কখনো কাছে
আজ চলে যাওয়ার সময় সব পরছে সব চোখে এসে
শ্বাসটা আজো চলছে তবে আমি আমি নয় স্বভাবে
মিথ্যে হাসির ভেতর লুকিয়ে রাখি নিজের কষ্ট টাকে
অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর ফিরে আসবো না
অনেক হলো এই ব্যর্থতা চলে যাবো আর মিথ্যে হাঁসবো না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar