আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
♪
কত-যে গিরি কত-যে নদী-তীরে
বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে
কত-যে গিরি কত-যে নদী-তীরে
বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে
কত-যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
♪
তোমারি ওই অমৃতপরশে আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী
তোমারি ওই অমৃতপরশে আমার হিয়াখানি
হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী
আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস-বিভাবরী
আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস-বিভাবরী
হল না সারা, কত-না যুগ ধরি
কেবলই আমি লব
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri