পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে।। চেনাশুনার কোন বাইরে যেখানে পথ নাই নাইরে।। সেখানে অকারনে যাই ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে। ঘরের মুখে সে আর কি রে কোনদিন সে যাবে ফিরে।। যাবে না যাবে না দেয়াল যত সব গেল টুটে যাবে না যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন যেগে উঠে।। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বল রামের আমি চেলা।। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে।। যা না চাইবার তাই আজ চাইগো যা না পাইবার তাই কোথা পাইগো।। পা বনা পা বনা আ মরি অসম্ভবের পায়ের মাথা কূটে পাব না পাব না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে।। চেনাশুনার কোন বাইরে যেখানে পথ নাই নাইরে।। সেখানে অকারনে যাই ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে।।