আজ সর্বনাশের মন্ত্রে করেছি সততার ঋণশোধ
তাই মহাশূন্যের জরায়ুতে খুঁজি ফেলে আসা সেই বোধ
আজ সর্বনাশের মন্ত্রে করেছি সততার ঋণশোধ
তাই মহাশূন্যের জরায়ুতে খুঁজি ফেলে আসা সেই বোধ
রাত্রির ক্ষত করেছি সেলাই, বুলেট ভুলেছে নিশানা
রাত্রির ক্ষত করেছি সেলাই, বুলেট ভুলেছে নিশানা
তবু প্রাচীন প্রেমের লাল ঠোঁটে আঁকি আগুনের আলপনা
তবু প্রাচীন প্রেমের লাল ঠোঁটে আঁকি আগুনের আলপনা
সূর্যের আজ ঘর ভেঙে গেছে
উল্কারও নাকি নরম হাত
ঝাঁঝরা বুকের রক্তের দাগে
শুধু লেগে থাকে প্রাচীন রাত
দগদগে কিছু ক্ষতের আড়ালে উৎসবে মেতে থাকি
দগদগে কিছু ক্ষতের আড়ালে উৎসবে মেতে থাকি
তবু তোর খোলা পিঠে রামধনু আঁকি হয়ে আগুনের পাখি
তবু তোর খোলা পিঠে রামধনু আঁকি হয়ে আগুনের পাখি
অস্ত আকাশ ঢুকে গেছে মনে
মেঘরূপে ভাসে দ্বন্দ্ব
ওরা পেটে-খিদে খুঁজে ফিরে সেই
গরম ভাতের গন্ধ
স্বপ্ন বেচার চোরাকারবারে মাঝে মাঝে হই বন্দি
স্বপ্ন বেচার চোরাকারবারে মাঝে মাঝে হই বন্দি
কুমারী বাতাস, ক্ষয়ে যাওয়া হাতে আগুনের সাথে সন্ধি
কুমারী বাতাস, ক্ষয়ে যাওয়া হাতে আগুনের সাথে সন্ধি
মধ্যরাতের চেতনায় বিষ
উলঙ্গ স্মৃতি যত
একমুঠো আমি নিজেকে ওড়াবো
চিতাভস্মের মতো
ভালোবাসাবাসি থাকুক নাহয় শব্দজড়ানো প্রহরে
ভালোবাসাবাসি থাকুক নাহয় শব্দজড়ানো প্রহরে
রক্তে ও ঘামে মেশে ভালোবাসা নিশুতি রাতের শহরে
রক্তে ও ঘামে মেশে ভালোবাসা নিশুতি রাতের শহরে
রক্তে ও ঘামে মেশে ভালোবাসা নিশুতি রাতের শহরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri