Lopamudra Mitra - Kawtha Dilo Roddur şarkı sözleri
Sanatçı:
Lopamudra Mitra
albüm: Kawtha Dilo Roddur
কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
হাওয়ায় উড়ছে চিরকুট
ইচ্ছে নদীর ঠিকানায়
পুরোনো সব ভুলচুক ডেকেছে প্রিয় ইশারায়
চেনা আলোর ঝরণা
ওই সুদূর সীমানায়
ঘুম আদুরে মন আঙিনায়
খুব দুপুর
কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
জোনাকির পাহারায় এসেছি মন পাড়ায়
মেঘ পিয়নে সেজেছি আবার
ভালোবাসা দিবি বল উপহার
স্মৃতির মিছিল ছড়ালো আবিল
কিছু মিথ্যে হাসির আবদার
ভালোবাসা দিবি উপহার
দেখো বৃষ্টির ওড়না ওই সুদূর
খুব দুপুর
তাই কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
আলতো চোখে ঝাপসা ঘুমের শহর
ডাক পাঠালো মন খারাপি গান
আলগা ধূসর অভিমান
আলতো চোখে ঝাপসা ঘুমের শহর
ডাক পাঠালো মন খারাপি গান
আলগা ধূসর অভিমান
কথা জমুক ইচ্ছে নদীর ঠিকানায়
খুব প্রিয় রোদেলা বাহানায়
সব ভুল ভালোবাসা মিথ্যে বাহার
তবু কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
কথা দিল রোদ্দুর
রাত পালালো বহুদূর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri